ই-ক্যাব অফিসে গুগোল এনালিটিক্স এর উপর “Analytics for Good” শীর্ষক তিন ঘন্টাব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়

0

ই-ক্যাব অফিসে গুগোল এনালিটিক্স এর উপর “Analytics for Good” এর একটি তিন ঘন্টাব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় ২২ জুলাই শনিবার। ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয় Google Business grouop Sonargaon(GBG), E-Cab ও E-cab Youth এর মিলিত উদ্যোগে।

ওয়ার্কশপটিতে ই-ক্যাব মেম্বার ও ই-ক্যাব ইয়ুথ মেম্বাররা অংশগ্রহণ করে। ওয়ার্কশপটিতে স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন:

১.K.M. Saqiful Alam

Lecturer(North South University)
Advisor(Harriken) Advisor(10min school)
Corporate Trainer (BDJobs Training)

2. Kaisar Bhuiyan

Media & Analytics Manager (The X)
CEO(Graphics Bangladesh Ltd)

3. Md Ehsanul Haque

Co-manager(Google Business Group Sonargaon)
Digital Marketing Lead, Team Unilever at Mindshare.

বক্তারা গুগল এনালিটিক্স এর বেসিক নলেজ দিয়ে ওয়ার্কশপটি শুরু করেন এবং পর্যায়ক্রমে এর বিভিন্ন অংশ নিয়ে বিশদভাবে আলোচনা করেন। এছাড়াও অ্যাডভান্স গুগল এনালিটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার, ই-কমার্স এনালিটিক্স (ডাটা থেকে সিদ্ধান্ত গ্রহন) ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনা করেন। প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীদের গুগল এনালিটিক্স সম্পর্কিত সমস্যার সমাধান দেয়া হয়। পরবর্তীতে গুগল এনালিটিক্স এর উপর আরো ওয়ার্কশপ এর আয়োজন করা হবে বলে আয়োজনকারীরা জানান এবং ৩ ঘন্টার প্রানবন্ত ওয়ার্কশপটির সমাপ্তি ঘোষনা হয়।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে