রবিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাজু (৩৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
নিহত যুবক মহানগরীর শেখপাড়া এলাকার বাসিন্দা গাজী শামসুল ইসলামের ছেলে।
এ বিষয়ে খুমেক হাসপাতালের ডেঙ্গু ইউনিটের মুখপাত্র ডা. উৎপল চন্দ্র জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ৪ আগস্ট খুলনা মেডিকেলের ডেঙ্গু ইউনিটে ভর্তি হয়েছিলেন রাজু নামের ওই যুবক। সে ছাড়াও সেখানে আরও সাতজন ডেঙ্গু রোগী ভর্তি ছিলেন। এদের সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরলেও মৃত্যু ঘটে রাজুর।