ঢাকার গুলশানের হলি আর্টিজান রেস্তোঁরায় হামলার অন্যতম তত্বাবধায়ক আসলাম হোসেন রাশেদ ওরফে র্যাশকে শুক্রবার ভোর ৫ টার দিকে নাটোরের সিংড়া বাজার বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট, বগুড়া জেলা পুলিশ, নাটোর জেলা পুলিশের একটি যৌথ দল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে সেখান থেকে আটক করে ঢাকায় অানা হয়েছে।
এদিকে রাশেদ গ্রেফতারের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাশেদের তত্বাবধানেই হয়েছে গুলশান হামলা।
এই হামলার তদন্তকারী দলের দেয়া ২১ জন জঙ্গীর তালিকার মধ্যে রাশেদ অন্যতম প্রধান। এ পর্যন্ত এ হামলার চিহ্নিত ২১ আসামীর ১৫ জন বিভিন্ন সময়ে আইন শৃঙ্খলা বাহিনীর হামলায় নিহত হয়েছে।
২০১৬ সালের ১লা জুলাই রাত নয়টার দিকে হলি আর্টিজানে সশস্ত্র হামলা চালায় পাঁচ জঙ্গি। জঙ্গিরা ১৭ বিদেশী, ৩ বাংলাদেশি ও ২ পুলিশ কর্মকর্তা সহ মোট ২২ জনকে নির্মমভাবে হত্যা করে। পরদিন সকালে যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন থান্ডারবোল্টে নিহত হয় ঘাতক সেই পাঁচ জঙ্গি।