চালু হলো ‘গ্রুপ এক্সপার্ট’ নামে ফেসবুকের একটি নতুন সুবিধা। এর ফলে কোনো ফেসবুক গ্রুপের অ্যাডমিনরা গ্রুপের বিষয়বস্তু সম্পর্কে ভালো জানেন বা ভালো ধারণা রাখেন, এমন যে কাউকে গ্রুপ এক্সপার্ট হিসেবে নির্বাচন করে দিতে পারবেন।
জানা যায়, নির্দিষ্ট গ্রুপের গ্রুপ এক্সপার্টরা কিছু অতিরিক্ত সুবিধা পাওয়ার সাথেও তাদের ফেসবুক নামের সঙ্গে একটি আলাদা ব্যাজ যুক্ত হয়ে যাবে। গ্রুপে যখন তারা পোস্ট, কমেন্ট ও প্রশ্নোত্তরের করবেন, সেই সময় তাদের নামের পাশে সেই ব্যাজ দেখানো হবে।
যেহেতু অ্যাডমিনরা গ্রুপ এক্সপার্ট নির্বাচন করবেন সেহেতু চাইলে তারা সে অধিকার ফিরিয়েও নিতে পারবেন। যাঁকে এক্সপার্ট হিসেবে নির্বাচন করা হবে, তাকোও অনুমতি দিতে হবে।
গ্রুপ এক্সপার্ট হিসেবে কে যোগ্য, সেটির নির্বাচনে অ্যাডমিনকে সম্ভাব্য ব্যবহারকারীদের তালিকা সাজেশন করা নিয়ে ভাবছে ফেসবুক। যেমন কম্পিউটার গেমস বিষয়ক গ্রুপে কে কে গেমটি সম্পর্কে ভালো জানেন, তাদের একটি তালিকা সাজেশন করতে পারে ফেসবুক।
তবে গ্রুপ এক্সপার্ট মানেই যে নির্বাচিত এক্সপার্ট সে বিষয়ে বিশেষজ্ঞ এবং তিনি সবসময় বিশেষজ্ঞ মতামত দিবেন, সেটি না-ও হতে পারে। সে ক্ষেত্রে ব্যবহারকারীদের রিপোর্ট করার অপশন রাখা হবে