নোয়াখালী জেলার সূবর্ণচরের চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মোবাইল নম্বর ক্লোন করে মো. মনির আহমেদ (৬৪) নামের এক চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে চার লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা।
মনির আহমদ উপজেলার ৪নং চরওয়াপদা ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান এবং আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। আগামী ২০ সেপ্টেম্বর ওই ইউনিয়নের নির্বাচন হওয়ার কথা রয়েছে।
শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করে নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, অভিযোগ পেয়ে আটটি নম্বরের মধ্যে প্রযুক্তির মাধ্যমে চারটি নম্বরে নেওয়া দুই লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। নম্বরগুলো সিলেট মেট্রোপলিটন এলাকার বলে শনাক্ত করা হয়েছে।
চরজব্বর থানার ওসি মো. জিয়াউল হক গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার আমার ব্যবহৃত নম্বর থেকে চেয়ারম্যানকে ওসি হিসেবে কল করে আসন্ন ইউপি নির্বাচনে সুবিধা দেওয়ার কথা বলে টাকা চায় প্রতারকরা। এ সময় ম্যাজিস্ট্রেটসহ অফিসারদের ম্যানেজ করার জন্য চেয়ারম্যান মনির আহমদকে আটটি বিকাশ নম্বরে চার লাখ টাকা দিতে বলেন। পরে মনির আহমদ প্রতারকদের কথা মতো আটটি বিকাশ নম্বরে চার লাখ টাকা পাঠিয়ে দেন। টাকা দেওয়ার পর প্রতারকদের নম্বর বন্ধ পাওয়ায় বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। পরে বৃহস্পতিবার রাত ৯টায় থানায় এসে অভিযোগ দায়ের করেন।