বুধবার যশোর জেলার শর্শা উপজেলায় প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে “ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল মেলা” অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় শর্শা উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে যশোর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বখতিয়ার হোসেনের সভাপতিত্বে উন্নয়ন সম্প্রসারণ প্রকল্পের সহযোগিতায় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল মেলা অনুষ্ঠিত হয় যার প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ পরিচালক ডা. সুখেন্দু শেখর গায়েন।
এছাড়াও মেলায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুমা আখতারসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং ৫০জন খামারি উপস্থিত ছিলেন।
ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উৎপাদনে বিশেষ ভূমিকা রাখায় আনুষ্ঠানিক ভাবে দুই খামারিকে ২৪ ইঞ্চি এলইডি টিভি এবং বাকি সব খামারিকে পর্যাপ্ত ওষুধ এবং অনন্যা উপহার সামগ্রী বিতরণ করা হয়। পূর্বে আনুষ্ঠানিক ভাবে শর্শা উপজেলা প্রাণিসম্পদ চত্বরে র্যালি ও খামারিদের নিয়ে খামারি সমাবেশ অনুষ্ঠিত হয়।














