টেক টিপস

0

আমাদের newsinside24 এর টেক বিভাগে স্বাগতম। আজ আপনাদের জন্য রয়েছে বিভিন্ন বিষয়ে ছোটছোট অথচ গুরুত্বপূর্ণ কিছু টিপস। যেগুলো অবশ্যই আপনার কাজে লাগবে।

তো চলুন শুরু করা যাকঃ

ফেসবুক আইডি ভ্যারিফাই এর নতুন সমস্যাঃ

বর্তামানে ফটো ভ্যারিফাইয়ের চেয়ে এই সমস্যাটা বেশি দেখা যাচ্ছে।এর মূল কারন হচ্ছে আইডির মালিকানা যাচাই।এই সমস্যায় ৩ টি স্টেপ ফলো করতে বলে।

১)ফটো মিলানো,

2)কমেন্ট (যে কমেন্ট গুলো শো করবে তার মধ্যে শেষ ৩ মাসে যে কমেন্ট গুলো করেছেন সেগুলো মেলাতে হবে।

3)মেসেজ অপশন- এই ক্ষেত্রে একই শেষ ১৪ দিনের 5 জনের থেকে আশা মেসেজ মিলাতে হবে।এমন সমস্যা হয় মূল কারন হলো- একসাথে বেশি কমেন্ট করলে, অটো লাইক, গ্রুপে মেম্বার এড্ড দিলে,ইমেইল চেন্জ করলে। এক্ষেত্রে ট্রাষ্টেড এবং নাম্বার এড্ড থাকলে বাইপাস করা ইজি হবে।

4shared.com এর ফাইল যেভাবে ডাউনলোড করবেন-

1. প্রথমেই 4shared.com ভিজিট করুন।

2. যে ফাইল টি ডাউনলোড করতে চান তার উপর ক্লিক করুন। পরের পেজে আসা লিংকটি কপি করুন। এবার www.4server.com এ লিংকটি সার্চ করুন অথবা গুগলে সার্চ করুন।

বড় লিংক যেভাবে ছোট করবেনঃ

ফেসবুকে বা অন্য কোথাও কোনো ফাইল বা কোনো ওয়েবের বড় লিংক শেয়ার করা টা যথেষ্ট বিরক্তিকর হয়ে দাঁড়ায়। এই বড় লিংক গুলোকে সহজেই ছোট করা যায়। যেকোনো বড় লিংক কে ছোট করতে হলে ভিজিট করুন https://bitly.com এ। এবার আপনি প্রথমেই একটি বক্স দেখতে পাবেন। এখানে আপনার বড় লিংক টি পেস্ট করুন। আর গো দিন। পেয়ে যাবেন একটি শর্ট লিংক। আপনি যে কোন জায়গায় সেটা পেস্ট করে উপভোগ করুন।

ভালো মেমোরি কার্ড চেনার উপায়ঃ

Memory Card কেনারআগে-

SD Card কেনার আগে অবশ্যই ভালভাবে খেয়াল করতে হবে এটা কোন Class এর। এখানে Class বলতে মেমোরি কার্ডের কর্ম দক্ষতাকে বুঝাচ্ছেন

হয়েছে। প্রতিটা মেমোরি কার্ডের গায়ে স্পষ্ট করে Class লেখা থাকে। মেমোরি কার্ডের Class 4, 6, 8,10 পর্যন্ত আছে। অনেক সময় Class কথাটি সরাসরি লেখা না থাকতেও পারে। বড় হাতের C লেখাও থাকতে পারে। আর মেমোরি কার্ডের Class যত বেশি হবে, মেমোরি কার্ডে পারফরমেন্সও (Performance) ততো বেশি বা ভালো পাবেন। যেমনঃ- Class 4 এর মেমোরি কার্ডের Data Transfer সেকেন্ডে Up to 4 MBPS। ঠিক একইভাবে একটি মেমোরি কার্ডের Class যত বেশি হবে, তার Data Transfer ও ততো বেশি হবে। এই ভাবে Class10 মেমোরি কার্ডের Data Transfer সেকেন্ডে Up to 10 MBPS। এখানে উল্লেখ করা প্রয়োজন যে, মেমোরি কার্ডের Class অনুযায়ী দাম হয়। Class যত বেশি, দামও ততোবেশি। আর যদি Menomry card এ CLass লেখা না থাকে তো সেইটা না কেনাই ভাল।→ বাজারে অনেক কোম্পানির মেমোরি কার্ড পাওয়া যায়। তার মধ্যে Sandisk, Transcend, Apacer ইত্যাদি কোম্পানিগুলোর মেমোরি কার্ডগুলো অনেক ভালো। আর মেমোরি কার্ড কেনার আগে জেনে নিন সেটাতে Lifetime Warranty আছে কিনা। কেননা মেমোরির কোন সমস্যা হলে যেকোন সময়ে সেটা ঠিক করতে পারবেন বিনা মূল্যে।। সবশেষে যেটা বলা প্রয়োজন, আপনি যে কোম্পানির মেমোরি কার্ডই কিনুন না কেন, Class 6 নিচে না কেনাই ভালো এবং সেই সাথে Lifetime Warranty আছে এমন মেমোরি কার্ড কেনাই ভালো।

আপনার এন্ড্রোয়েড ফোনে Multi Window বানাবেন যেভাবেঃ

Multi Window ব্যবহার করবেন যেভাবেঃ

আমরা অনেকেই আমাদের স্মার্ট ফোনে Multi Window ব্যবহার করতে চাই Samsung মোবাইলের মতো। কিন্তু কি আর করা, কম দামি মোবাইল যারা ব্যবহার তাদের Multi window ব্যবহার করা স্বপ্নই থেকে যায়। এন্ড্রয়েড ইউজার দের জন্য সু-খবর। আপনারা চাইলেই এখন আপনাদের ফোন Multi Window করতে পারবেন। আর এ জন্য আপনার ফোন রুট হতে হবে। >চলুন দেখে নেই কি কি করতে হবে প্রথমে নিচের File দুটি নামিয়ে নিন। 1. Xposed Installer: http://repo.xposed.info/module/de.robv.android.xposed.installer

2. Xmulty Window; http://repo.xposed.info/module/com.lovewuchin.xposed.xmultiwindow এরপর আপনাকে যা করতে করতে হবে তা হলো প্রথমেই Xposed Installer install করে নিন। এর পর Xmulty window install করুন।তার পর Xposed installer open করে modules এ ক্লিক করুন। দেখতে পাবেন Xmulty window নামে একটা icon আসছে। এখন সেই Icon এ টিক দিয়ে বের হয়ে আসুন। এরপর framework এ ক্লিক করুন। এরপর install update এ ক্লিক করে ফোন রি-বুট করে ফেলুন। এখন আপনার app drawer open করে Xmulti window apps টা open করুন। এখানে Open Side bar এ ক্লিক করুন। এখন আপনি যেই এপস গুলো Side bar এ আনতে চান সেগুলো Select করে নিন। আর মোবাইলের Desktop এ এসে বাম পাশে Screen এ হালকা ক্লিক করলেই একটা Side bar open হবে। এখানে থেকে আপনি যে এপস open করতে চান সেটাতে ক্লিক করে উপরে বা নীচে সিলেক্ট করুন। যদি প্রথম এপস উপরে সিলেক্ট করে থাকেন তো পরের এপস নিচে সিলেক্ট করে দিন। ব্যস হয়ে গেল আপনার ফোনে Samsung এর মত Multi-Window।

আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী সপ্তাহে আরো নতুন কিছু টেক টিপস নিয়ে।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে