নকিয়া-৮ নিয়ে এল ‘বোথি’ ভিডিও

0

স্মার্টফোন ব্র্যান্ড নকিয়া প্রথমবারের মতো নকিয়া-৮ নামের ‘প্রিমিয়াম’ হ্যান্ডসেট বাজারে ছাড়তে যাচ্ছে। এই ফোনটির সামনের ও পেছনের উভয় ক্যামেরা দিয়েই একসঙ্গে ভিডিও করা যাবে।‘বোথি’ ভিডিওর ধারণাকে জনপ্রিয় করার উদ্দেশ্য এই ফোন আনছে নকিয়া।

এই হ্যান্ডসেটএ ভিডিও করার সময় ফোনের ডিসপ্লের পাশাপাশি দুটি ভাগের একটিতে সামনের ক্যামেরায় ধারণ করবে ভিডিওকারীর ভিডিও এবং পেছনের ক্যামেরা ধারণ করবে বিষয়বস্তুর ভিডিও। ধারনকরা ভিডিও ইউটিউবসহ অন্য সামাজিক মাধ্যমগুলোতে সরাসরি সম্প্রচার করা যাবে। অ্যালুমিনিয়ামের তৈরি কাঠামো এই স্মার্টফোনটির দাম পড়বে প্রায় ৫৬৯০০ টাকা।
অ্যান্ড্রয়েডচালিত এই স্মার্টফোন দিয়ে ৪কে রেজল্যুশন ভিডিও ধারণ করা যাবে। হ্যান্ডসেট এর সামনে ও পেছনে রয়েছে জার্মানির জেইসের তৈরি ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা।

nokia 8নকিয়ার ব্র্যান্ড লাইসেন্স কিনে নেওয়া এইচএমডি গ্লোবাল দাবি করেছে, সামনে ও পেছনের ক্যামেরা দিয়ে একই সঙ্গে ভিডিও ধারণ করার ফিচারসংবলিত ফোনবিশ্বে এই প্রথম । এইচএমডি গ্লোবাল এই দাবি করলেও অন্য কিছু হ্যান্ডসেট রয়েছে, যেগুলোতে দুই পাশের ক্যামেরা দিয়ে একসঙ্গে ভিডিও ধারণ করার ফিচার রয়েছে। তবে ফেসবুক ও ইউটিউবে ওই ভিডিও ফুটেজে সরাসরি সম্প্রচার করার সুবিধাসংবলিত ফোন এটাই প্রথম।

বিবিসির প্রযুক্তিবিষয়ক সাংবাদিক ররি সেলান-জোনসের এক প্রশ্নের জবাবে এইচএমডি গ্লোবালের প্রেসিডেন্ট ফ্লোরিয়া সেইচ বলেন, ‘এটা খুবই উপযোগী। আপনি একজন রিপোর্টার। আপনি বিশ্বজুড়ে বিভিন্ন ঘটনা তুলে ধরেন। ঘটনার ভিডিওর পাশাপাশি একই ভিডিওতে দর্শকেরা আপনার ছবিও দেখতে পাবে—এটা কি ভালো নয়? আবার ব্যক্তিগত কোনো ভিডিও ধারণের সময় আপনার অভিব্যক্তি কী, সেটাও আপনার পরিবার দেখতে পাবে—এটা ভালো নয়?

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের ফোনগুলোতে যুক্ত করেছি নকিয়া ওজো অডিও। বিশ্বে কোনো ফোনে যে প্রযুক্তি এই প্রথম। এই প্রযুক্তি সাধারণত কেবল হলিউডের স্টুডিওতে ব্যবহার করা হয়ে থাকে। এর মাধ্যমে আমরা আপনার স্মার্টফোনেই পূর্ণ সাররাউন্ড সাউন্ড যুক্ত করেছি।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে