নোয়াখালীতে ভিন্ন ভিন্ন স্থানের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
নোয়াখালী Noakhali

নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় মো. ইবরাহিম (৩৪) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার বিশেষ অভিযানে চাটখিলের পশ্চিম নোয়াখলা গ্রামের মনির হোসেন মনুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে ১৮ ক্যান বিদেশি বিয়ার ও ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ী ইবরাহিম সুবর্ণচর উপজেলার চরমহিউদ্দিন গ্রামের আবদুল মালেকের ছেলে।

একই দিন পৃথক অভিযান চালিয়ে সোনাইমুড়ী উপজেলার জয়াগ গ্রামের মো. আবুল কাশেমের ছেলে মো. হানিফ প্রকাশ রিয়াদকে (২২) ৩০ পিস ইয়াবাসহ ভাওর গ্রাম থেকে গ্রেফতার করর পুলিশ।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেন গণমাধ্যমে বলেন, গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।