প্রাণীসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের জানাযা আগামীকাল

0
প্রাণীসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের জানাযা আগামীকাল

আগামীকাল রবিবার সংসদ ভবন চত্বরে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য বর্ষীয়ান নেতা অ্যাডভোকেট মোহাম্মদ ছায়েদুল হকের জানাযা শেষে মরদেহ নাসিরনগরে আনা হবে।

প্রাণীসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের জানাযা আগামীকাল

তারপর স্থানীয় খেলার মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান।

আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী ও একমাত্র ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী এবং রাজনৈতিক শিষ্য রেখে গেছেন।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে