ফেসবুক আইডির কি মৃত্যু ঘটে ?

0

এ যাবৎ কয়টা পোস্ট করেছেন ? কয়টা ফটো আপলোড করেছেন মনে আছে কি ? প্রতিদিনই কোনো না কোনো স্ট্যাটাস/ফটো আপনার টাইমলাইন রাঙিয়ে তোলে। বেড়েই চলে আমাদের এক্টিভিটি সাথে বাড়ে আমাদের বয়স। আচ্ছা একবারও কি ভেবে দেখেছেন আপনার মৃত্যুর পর কি হবে আপনার ফেসবুক একাউন্টের ? আপনার হাসিমুখর ফটোখানার ! সে কি মরে যাবে ? হারিয়ে যাবে ? না ! তা হয়তো না !
ফেসবুক আইডির মৃত্যু

আপনি কি চাইবেন মুছে ফেলতে সব ? নাকি চাইবেন এগুলো দিয়ে আপনাকে স্মরণ করা হোক বছরের পর বছর ?
চলুন দেখি এ ব্যাপারে ফেসবুক অথোরিটি কি বলে !

পুরো ব্যাপার টা সহজ করতে ফেসবুক আপনাকে দিচ্ছে Legacy contact নামের একটা অপশন। যা পাবেন Security সেটিং (Setting > Security > Legacy contact) এর ভেতর।
অপশন টিতে ঢুকলে আপনাকে বলা হবে আপনার ফ্যামিলি মেম্বার বা ক্লোজ কোনো ফ্রেন্ডকে এড করতে। আর হুম এটাতে কেবল একজন কেই এড করতে পারবেন। ডেথ রিপোর্ট প্রুফ সাপেক্ষে (Memorialised প্রুফ হলে) Legacy contact এ থাকা ব্যক্তি মৃত ব্যক্তির একাউন্ট টি Manage করতে পারবে।

Legacy contact এ এড করা ব্যক্তি যা করতে পারবেনঃ
১) একাউন্ট মালিকের মৃত্যুর পরে সবার জ্ঞাতার্থে পিন পোস্ট লেখা যা মৃত ব্যাক্তির প্রোফাইলে শো করবে।
২) নতুন কোনো Friend request আসলে এসেপ্ট/রিজেক্ট করা।
৩) প্রোফাইল/কভার ফটো চেঞ্জ করা.

Legacy contact এ এড করা ব্যক্তি যা করতে পারবেন নাঃ
১) মৃত ব্যক্তির একাউন্টে লগ ইন করা।
২) টাইমলাইনের কোনো পোস্ট,ফটো বা শেয়ার করা কোনো কনটেন্ট রিমুভ করা।
৩) ইনবক্সে ঢুকে মেসেজ পড়া।
৪) কোনো ফ্রেন্ড কে ব্লক বা আনফ্রেন্ড করা।

Legacy contact অপশনে Request account deletion নামে আরেকটি অপশন আছে। ক্লিক করলে Delete After Death নামের বাটন আসবে। কনফার্ম করলে প্রুফ সাপেক্ষে একাউন্ট অটোমেটিক্যালি স্থায়ীভাবে মুছে যাবে (পোস্ট,ফটো সহ সকল এক্টিভিটি) নীল সাদা ধূসরের দুনিয়া থেকে।

প্রশ্ন থাকতে পারে ফেসবুক অথোরিটি কিভাবে জানবে কোনো ব্যক্তির মৃত্যুর খবর ! হুম তা সম্ভব না। এজন্য ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বারের কাউকে ২য় কমেন্টে দেওয়া Memorialisation Request নামের পেজটিতে তথ্য দিতে হবে। সত্যতা যাচাই সাপেক্ষে ফেসবুক অথোরিটি থেকে ব্যবস্থা নেওয়া হবে। আর হুম Memorialisation অবশ্যই বড় ব্যাপার। এহেন সিদ্ধান্ত অবশ্যই খুব ঘনিষ্ঠ কারোরই নেওয়া উচিৎ।
বিঃদ্রঃ Legacy contact এ এড করা ব্যক্তির বয়স অবশ্যই ১৮ বছরের বেশি হতে হবে।

তথ্যসূত্রঃ Facebook help centre ।
Legacy contact নিয়ে আরো জানতেঃ https://www.facebook.com/help/1568013990080948
Memorialisation সম্পর্কে আরো জানতেঃ https://www.facebook.com/help/103897939701143

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে