কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাবার মৃত্যুর ১২ দিন পর বিদ্যুৎস্পৃষ্টে কাজল সরকারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শোকার্ত পরিবারের মাঝে পুনরায় নেমে এসেছে শোকের ছায়া।
নিহত কাজল উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের চিলমারী এলাকার মৃত বিমল চন্দ্র সরকারের ছেলে। মঙ্গলবার সন্ধ্যার আগে বেরুবাড়ী ইউনিয়নের চিলমারী এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহতের পরিবার জানান, ১২ দিন আগেই কাজল সরকারের বাবা বিমল চন্দ্র সরকার মারা যান। তার শ্রাদ্ধের অনুষ্ঠানের প্রস্তুতি নিতে প্যান্ডেলে ডেকোরেশনের কাজ করছিলেন বাড়ির লোকজন। প্যান্ডেলে লাইটিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হন কাজল। এসময় গুরুতর অবস্থায় প্রতিবেশীরা তাকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাজল সরকার একজন পেশাদার ইলেকট্রিশিয়ান ছিলেন। প্রায় ১২ বছর ধরে ঢাকায় চুক্তিভিত্তিক বিভিন্ন ভবনে ইলেকট্রিকের কাজ করতেন। বাবার মৃত্যুর সময় বাড়িতে এসেছিলেন।
নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, “বিদ্যুতায়িত হয়ে কাজল নামের এক যুবককে হাসপাতালে নিয়ে আসেন তার পরিবারের লোকজন। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।”
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান জানান, “বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”