১৬ বছরের ঊর্ধ্বে কোনো ব্যক্তি বাসা থেকে নিখোঁজ হলে বা এ সংক্রান্ত জিডি হলে সে ব্যাপারে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটকে (সিটিটিসি) জানানোর নির্দেশ প্রদান করেছেন কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
বুধবার ডিএমপি হেডকোয়ার্টার্সে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত জানান তিনি।
এসময় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। কমিশনার জুন ও জুলাই মাসের অস্ত্র, মাদক, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ বিভিন্ন বিষয়ে পুরষ্কার প্রদান করেন।
পুলিশ সূত্রে জানা যায়, আফগানিস্তানে তালেবানদের ক্ষমতা দখলের পরিপ্রেক্ষিতে বিভিন্ন বাংলাদেশীর সেদেশে যাওয়া কারণে নিখোঁজদের ব্যাপারে খোজ নিতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।
এক্ষেত্রে পরিবার বা যে কোনো পর্যায় থেকে নিখোঁজের তথ্য পাওয়া গেলে সেটিকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করতে নির্দেশ প্রদান করা হয়েছে। যদি নিশ্চিত আফগান ফেরত কেউ দেশে ফিরে সেক্ষেত্রে তাদেরকেও জিজ্ঞাসাবাদের বিষয়টি আলোচনায় তোলা হয়। সব মিলিয়ে দেশে উগ্রবাদ দমনে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে আজকের এই বৈঠকে।