অরিজিন : পাঠ প্রতিক্রিয়া

0
অরিজিন

রিভিউ-৩
বই:অরিজিন।
লেখক:ড্যান ব্রাউন।
অনুবাদক:মো.ফুয়াদ আল ফিদাহ।
প্রকাশনী:আদী প্রকাশন।
মুদ্রিত মূল্য:৪৬০ টাকা।
অরিজিন

‘ঈশ্বরে বিশ্বাস করা, প্রশ্নটার উত্তর আমি খুঁজে বেড়াই কোড আর প্যাটার্নের পার্থক্যের মাঝে’
‘প্যাটার্ন হচ্ছে সুন্দর করে সাজানো একটা ক্রম বা ধারা, আর কোড হচ্ছে কোনো বুদ্ধিমান সত্ত্বার ইচ্ছাকৃত তৈরি’
প্রফেসর রবার্ট ল্যাংডন এভাবেই ঈশ্বর নিয়ে নিজের মন্তব্য প্রকাশ করেন।
তাঁরই ছাত্র, আবার ভালো বন্ধুও; এডমন্ড কির্শ পুরো দুনিয়ার সামনে এমন এক বৈজ্ঞানিক আবিষ্কার এর ব্যাপারে ঘোষণা দিচ্ছে, যার প্রকাশে মানুষের আদিযুগ থেকে করে আসা দুটি প্রশ্নের সমাধান পাওয়া যাবে।
“কোত্থেকে এসেছি আমরা? যাবই বা কোথায়”
কিন্তু, সেই সাথে তার আবিষ্কার বিভিন্ন ধর্মের মৌলিক বিশ্বাসেও আঘাত হানবে।
তবে,পৃথিবীর লক্ষলক্ষ মানুষের কাছে কির্শ তার বার্তাটি পৌঁছানোর সময় নিহত হয়।
আততায়ী কট্টর, গোপন এক খ্রিষ্টান গোষ্ঠীর সদস্য।
যাদুঘর এর ডিরেক্টর আমব্রা ভিদাল এর সাথে রাজ পরিবারের সম্পর্ক রয়েছে।
কিন্তু, তাদের ছত্রছায়ায় না থেকে অকুস্থল থেকে পালিয়ে গেলো সে ল্যাংডন এর সাথে।
কাউকেই আর বিশ্বাস করা যাচ্ছে না।
এমন সময় ওদের সাহায্যকারী হিসেবে এগিয়ে এলো কির্শের ব্যক্তিগত সহকারীর মত অবস্থানে থাকা একজন; উইন্সটন।
তার সাহায্য নিয়েই দুইজন কির্শের আবিষ্কার জনসম্মুখে প্রকাশ করার চেষ্টা করছে। এদিকে ‘আততায়ী’ এখনো পিছু ছাড়েনি। ও নতুন দুটি টার্গেট পেয়েছে।
ভাবি রাজা, আর বিশপের অবস্থানও সন্দেহজনক।
তারা কি করছে পর্দার আড়ালে!
একসময় ইতিহাস আর ধর্মের নৃশংস অতীত খুঁড়ে তারা কির্শের আবিষ্কার এর কাছে চলে গেলো।
সবসময়ের সাহায্যকারী ‘উইন্সটন’ এর দেখাও পেয়ে গেলো।
এখন শুধু প্রচারের অপেক্ষা।
পাঠ প্রতিক্রিয়া:
আমি একজন নগন্য পাঠক। তাই ড্যান ব্রাউনের বই নিয়ে সমালোচনা করার মত যোগ্যতা আমার নেই।
তবে এটুকু বলতে পারি যে, রবার্ট ল্যাংডন সিরিজের ৫ম এই বইটি অন্যগুলোর চেয়ে কাহিনী মানের দিক থেকে তেমন উন্নত নয়। এখানে, আমাদের পরিচিত সেই প্রফেসর ল্যাংডনকে কেমন যেনো নিষ্প্রভ লেগেছে আমার কাছে, বা এই উপন্যাসে তার চরিত্রায়ন…। এই উপন্যাসের প্লটটিও আমার কাছে আকাঙ্ক্ষার সমান ছিলো না।
তবে, কাহিনীর মূলে থাকা সব অপরাধের হোতা ‘রিজেন্ট’ এর পরিচয় জেনে আপনি চমকৃত হবেন।
হবেন খানিকটা চিন্তিতও…!

অনুবাদের কথা বলতে গেলে, আমি ফুয়াদ ভাইয়ের অনুবাদ দেখেই এই বইটি পড়েছি। তার অনুবাদ আমার কাছে বরাবরই সুখপাঠ্য। এইবারো তার ব্যতিক্রম ছিলো না।

অনেক খুঁজে খুঁজেও কয়েকটি মাত্র মুদ্রণজনিত ভুল পেয়েছি। এত অল্প সময়ে এমন নির্ভুল বই বের করতে পারা অবশ্যই প্রশংসনীয়। সবমিলিয়ে বইয়ের প্রচ্ছদ, বাইন্ডিং ও আনুষঙ্গিক দিকগুলোও প্রশ্ন তুলবে না। এবং দামও হাতের নাগালেই।

পাঠ প্রতিক্রিয়াটি লিখেছেনঃFuad Rahman

রিভিউঃ ১ লিংক
রিভিউঃ ২ লিংক
রিভিউঃ ৪ লিংক

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে