বালি, ইন্দোনেশিয়ার একটি ছোট দ্বীপ। আয়তনে ছোট হলেও সৌন্দর্যে কোন কমতি নেই। সাগর, সৈকত, পাহাড়, ঝর্ণার সৌন্দর্য, প্রাচীন স্থপত্য ও নানা বিনোদনের সুযোগ সুবিধার কারনে বালি পর্যটকদের পছন্দের তালিকায় শীর্ষস্থান গুলোর মধ্যে অন্যতম। ঘুরে আসলাম সেই অপরূপ বালি! সেই অভিজ্ঞতা থেকেই কিছু গুরুত্বপূর্ন তথ্য আপনাদের সাথে শেয়ার করবো যাতে বালি ভ্রমণ করতে ইচ্ছুকরা উপকৃত হতে পারেন। আশা করি কাজে লাগতে পারে আপনাদের।
শুরুতে বলে রাখি জাকার্তা তে ঘুরার মত তেমন কিছু পাইনি আমি। তাই জাকার্তায় বেশি সময় কাটানোর প্লান না করে বালিতেই সময় কাটানোর প্লান নিয়ে যাবেন। আর জাকার্তা তে সবচেয়ে বড় সমস্যা হল ভাষা। অধিকাংশ-ই ইংলিশ তেমন বুঝেনা। এই ঝামেলা তা বেশি ফেইস করবেন ট্যাক্সিতে উঠবেন বা কোন ছোট রেস্টুরেন্টে যাবেন। এমনকি অনেক বড় শপিং মলগুলো তেও একই অবস্থা! তাই মোবাইলে ট্রান্সেলটর এপ ইনস্টল করে নিয়ে যেতে পারেন। আপনি ইংলিশে লিখলে এই এপ ইন্দোনেশিয়ান ভাষায় অনুবাদ করে দেবে, আপনি সেটা তাদের দেখাতে পারেন। তারা দেখে আপনাকে সাহায্য করতে পারবে। যা হোক চলুন এবার কিছু তথ্য জানিয়ে দেইঃ
১. জাকার্তা কিভাবে যাবেনঃ
আপনি যেকোনো ট্রাভেল এজেন্সি থেকে আপনার পছন্দের এয়ারলাইনস-এর টিকিট কেটে নিতে পারেন। আমি মালায়েশিয়ান এয়ারওয়েস-এর টিকিট কেটেছিলাম জাকার্তা পর্যন্ত। আপনি চাইলে মালিন্দো এয়ারওয়েস এ যেতে পারেন তাতে খরচ কিছুটা কমবে। আমার মালয়েশিয়াতে ট্রানজিট ছিল চার ঘণ্টার। ঢাকা-মালয়েশিয়া-জাকার্তা। আপনি চাইলে ডিরেক্ট ঢাকা টু বালি যেতে পারেন।
২. ফ্রি ভিসা ইনফরমেশনঃ
ইন্দোনেশিয়ায় ট্যুরিস্ট ভিসা ফ্রি। কোন ফি-ও লাগবেনা। তবে আমাকে এয়ারপোর্ট-এ জিজ্ঞাসা করেছিল যে কতদিন থাকবেন। রিটার্ন টিকেট ও হোটেল বুকিং দেখাতে বলেছিল। দেখানোর পর এন্ট্রি দিয়ে দিয়েছে। আপনার পাসপোর্টে অন্য ২-১ টা ভিসা থাকলে আর সমস্যা করবেনা। যদিও বাংলাদেশ ইমিগ্রেশন অনেক ঝামেলা করেছে সলো ট্রিপ দেখে। কিছু জিজ্ঞাস করলে বলবেন ফ্রি ভিসায় যাবো।
৩. ডকুমেন্টস কি কি নিতে হবেঃ
আসলে তেমন কিছু প্রয়োজন নেই। টিকিট এর কপি নিয়ে নিন। পাসপোর্টে ডলার এন্ডোরসড করে নিন। হোটেলের বুকিং ও রিটার্ন টিকেট এর কপিটা প্রিন্ট করে নিবেন। ইমিগ্রেশন এ কাজে লাগবে (মোবাইলে ছবি থাকলেও হবে, সমস্যা নাই)। কোন ইনভাইটেশন থাকলে প্রিন্ট করে নিতে পারেন। পাসপোর্টের কপিও রাখতে পারেন ২-১ টা।
৪. এয়ারপোর্ট ইনফরমেশনঃ
Hand Bag-এ দামী কোন Perfume/Body Spray বহন করবেননা। ১০০ মিঃলিঃ-র উপরে হলে এয়ারপোর্ট থেকেই তা ফেলে দিবে। সকল এয়ারপোর্টে ফ্রি wifi পাবেন। কিন্তু একটু কষ্ট করে খুঁজে/সার্চ করে connect করে নিতে হবে। জাকার্তা নেমে ১০০ ডলার ভাঙ্গিয়ে নিন। এয়ারপোর্টে ডলার এর প্রাইস একটু কম পাবেন।
৫. ট্যাক্সি ইনফরমেশন(জাকার্তা+বালি)
জাকার্তা নেমে অন্য কোন ট্যাক্সি নিবেননা। একটু খুঁজে BLUE BIRD ট্যাক্সি-র স্ট্যান্ডে চলে যান। এক কথায় trusted বলা যায়। কোথায় যাবেন তাকে জানিয়ে দিন। সে নিয়ে যাবে। মিটার অনুযায়ী ভাড়া দিয়ে দিন (টোল গুলো আপনাকেই দিতে হবে)। আর বালি-তে এয়ারপোর্ট-এ নেমে BLUE BIRD ট্যাক্সি না পেলে লোকাল ট্যাক্সি ভাড়া ঠিক করে নিন। আমি গুগোল ম্যাপ দেখে দূরত্ব অনুসারে ভাড়া ঠিক করেছি। সহজ কথা ট্যাক্সি ওয়ালা যা চাবে তার অর্ধেকের কম বলুন। লাইনে চলে আসবে আশা করি।

৬. হোটেল ইনফরমেশন(জাকার্তা+বালি)
উত্তরঃ আমি www.booking.com থেকে প্রত্যেকটা হোটেল বুকিং দিয়েছি(জাকার্তা+বালি)। বুকিং-এ credit card এর প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ্, কোন সমস্যা হয়নি। হোটেল গুলো দারুণ ছিলো! সত্যি বলতে আমার অনেক ভালো লেগেছে। দামের তুলনায় অসাধারন। সত্যি কথা, এখান থেকে আপনি বাংলাদেশের চেয়ে কম খরচে 4 star এর সুবিধা সহ হোটেল বুকিং দিতে পারবেন। অনেক অনেক টাকা বেঁচে যাবে। লোকেশন বোঝার জন্য গুগোল ম্যাপের চেয়ে বিকল্প আর কিছু নাই। আমি জাকার্তায় উঠেছিলাম Kyriad Hotel আর বালি-তে উঠেছিলাম Matahari Beach Hotel & Resort -এ। ব্যাবহার আর সার্ভিস অসম্ভব ভালো। আর আপনারা যদি Couple গিয়ে থাকেন তাহলে The Samaya Seminyak এ ডিনারে সমুদ্রের সাথে অসাধারন লাইটিং আর অসম্ভব সুন্দর পরিবেশে এ না যাওয়ার চেয়ে আফসোসের আর কিছু নাই। ঘাবড়াবেননা (এটার রুম ভাড়া অনেক বেশি,বাংলাদেশি টাকার ৪৮ হাজার টাকার উপরে প্রতিদিন), বাট ডিনার তো করতেই পারেন, তাইনা? যদিও ডিনারের জন্য বুকিং দিয়ে রাখতে হয় আগে থেকেই। কিন্তু মনে রাখবেন, ডিনারে ড্রেস কোড আছে। মেয়েদের না, ছেলেদের অবশ্যই হাফ হাতা গেঞ্জি বা শার্ট পরতে হবে। দাম? বাংলাদেশের 5 star এর তুলনায় অনেক কম।
৭. খাওয়া-দাওয়া (জাকার্তা+বালি)
জাকার্তাতে হালাল খাবার নিয়ে চিন্তা নেই। আর বালি-তে লোকাল ফুড পাওয়া যাবে। খেতে পারলে ভালো (আমি লোকাল ফুড খেয়েছি , অনেক সস্তা পরবে), আর না পারলে KFC, Pizza Hut, Burger king এর উপরে থাকতে হবে।
৮. জাকার্তা টু বালি (ডোমেস্টিক ফ্লাইট ইনফরমেশন)
জাকার্তা টু বালি ডোমেস্টিক ফ্লাইট এর মধ্যে Air Asia Best. বলতে গেলে ১০ মিনিট-ও ফ্লাইট ডিলে করেনি। কিন্তু ১৫ কেজি এর বেশি লাগেজ ক্যারি করা যাবেনা। আমি বালি থেকে আসার সময় লাগেজ বেশি হওআর কারনে Tiger airways এ এসেছিলাম যা ১ ঘণ্টা ফ্লাইট ডিলে করেছিল। আমি এয়ারপোর্ট-এ নেমেই ডোমেস্টিক টিকিট কেটে নিয়েছিলাম। Tiger airways এ ২০ কেজি লাগেজ ক্যারি করতে পারবেন।
লেখক – নুসরাত সাবরিন চৌধুরী
প্রতিষ্ঠাতা এডমিন , আরামপ্রিয় ট্রাভেলার্স