বিছনাকান্দি ভ্রমণ

0
বিছনাকান্দি

সিলেটের সেই নামকরা জায়গা যার নাম হচ্ছে বিছনাকান্দি। জায়গাটার নাম শুনলেই কৌতুহল জাগবে। আমরা ৪ জন গেছিলাম। জায়গাটা খুব সুন্দর। এখানে মূলত রয়েছে শুধু পাহাড়। দুর। থেকে মনে হবে ওটা আকাশের সাথে মিশে আছে। অবশ্য আমিও কিন্তু মনে করেছিলাম এটা মেঘ। কিন্তু কাছে যেয়ে দেখি অপরূপ সৌন্দর্যময় পাহার।
বিছনাকান্দি
যেভাবে যাবেন প্রথমে সিলেট বাস স্টান্ডে নামবেন। তারপর সিএনজি ভাড়া করবেন। ওরা ভাড়া চাবে ২৫০০ টাকা। কিন্তু ১৫০০ টাকায় যাবে। সেভাবে নির্ধারণ করবেন। অবশ্যই আমরা ৪ জনে গেছিলাম ১৫০০ টাকা দিয়ে। ( শাহ জালাল রহঃ +শাহ পরান রহঃ + বিছনাকান্দি + রাতারগুল)
বিছনাকান্দি
১৫০০ টাকা ভাড়া করে রওনা হবেন বিছনাকান্দির উদ্দেশ্যে। সময় লাগবে প্রায় ২ ঘন্টার একটু বেশী। তারপরে আপনাকে বিছসাকান্দি না পেতে একটু আগে নামিয়ে দিবে। ভুলেও অন্য কোনো গাড়িতে আর উঠবেন না। ৪ থেকে ৫ মিনিট হাটবেন সেখানে নদী পাবেন। নৌকা ভাড়া করবেন ১২০০ টাকা দিয়ে। অনেক টাকা চাইতে পারে। যাওয়া আসা।

তবে হ্যা ভুলেও কেউ আবর্জনা ফেলবেন না বিছনাকান্দিতে। পানির নিচে যে পাথরগুলো আছে একটু সাবধানে পা রাখবেন। কারন পাথর খুব পিচ্ছিল। তার সাথে ঐ পানির মধ্যে অনেক ভাঙ্গা কাঁচ।
অবশ্য আমার পায়ে ১টা ঢুকে গেছে।

-FK Feroz Ahmad

রাতারগুল-বিছানাকান্দি ভ্রমণ ও দরকারি কিছু টিপস