ঈদে বিএনপির প্রার্থনায় করোনা ও গণতন্ত্র

0
ঈদে বিএনপির প্রার্থনায় করোনা ও গণতন্ত্র

পবিত্র ঈদুল আজহায় মহামারি করোনা থেকে মুক্তি পেতে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছে বিএনপি।

ঈদের নামাজ শেষে আজ বুধবার সকালে শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে যান দলটির নেতা কর্মীরা। এসময় উপস্থিত সকল সাংবাদিকের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ‘পরম করুণাময়ের কাছে এই দোয়া করেছি সরকারের উদাসীনতা এবং অযোগ্যতার কারণে যখন মানুষের জীবন বিপন্ন হয়ে পড়েছে, সেই সময় যেন মানুষকে ক্ষমা করেন। তাঁদের ভয়াবহ মহামারি থেকে মুক্ত করেন।’

তিনি আরো যুক্ত করেন, ‘আমাদের চেয়ারপারসন খালেদা জিয়া সারা জীবন ত্যাগ স্বীকার করে দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন, গণতন্ত্রের জন্য কাজ করেছেন। তিনি আজকে অসুস্থ অবস্থায় কারারুদ্ধ হয়ে আছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশান্তরী হয়ে নির্বাসিত আছেন। লাখ লাখ মানুষ আজকে মিথ্যা মামলায় জর্জরিত হয়ে যাচ্ছে, গুম হয়ে যাচ্ছে। এই একটা অবস্থা বাংলাদেশে বিরাজ করছে। গণতন্ত্রহীনতার এই সময়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছি তিনি যেন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন।’