গুগলে বাংলাদেশের শাম্মী কুদ্দুস

0
গুগলে বাংলাদেশের শাম্মী কুদ্দুস

গুগলের প্রোডাক্ট ম্যানেজার হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশের নারী শাম্মী কুদ্দুস। বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের সহপ্রতিষ্ঠাতাও তিনি।

গুগলে প্রথমে তিনি কাস্টমার ইনসাইটস ম্যানেজার হিসেবে নিয়োগ পান। এরপর পেমেন্ট প্লাটফর্ম টিমে প্রডাক্ট ম্যানেজার হিসেবে নিয়োগ পান। সারা বিশ্বে গুগলের প্রডাক্ট– ইউটিউব, ম্যাপস, অ্যাডস, প্লে স্টোর, অ্যাডসেন্স প্রভৃতির ব্যবহার নিশ্চিত করার কাজ করে থাকে এই প্রডাক্ট টিম।

শাম্মী কুদ্দুস বড় হয়েছেন চট্টগ্রামে। মা বাবা দুজনেই ছিলেন অধ্যাপক। স্যাট পরীক্ষায় ভালো করার কারণে এমআইটি থেকে স্কলারশিপ পান। এমআইটি থেকে পরিবেশ প্রকৌশল বিষয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন। স্টানফোর্ড জিএসবি এবং হাভার্ড কেনেডি স্কুল থেকে যথাক্রমে এমবিএ এবং এমপিএইড ডিগ্রি লাভ করেছেন।