২০১৭ সালের প্রথম প্রান্তিকের হিসেব অনুযায়ী সারা পৃথিবীতে গড় ইন্টারনেট গতি ৭.২ এমবিপিএস।
আমেরিকার গড় ইন্টারনেট গতি সারা পৃথিবীর দিগুণের বেশি। সেটা হচ্ছে ১৮.৭ এমবিপিএস। তবে মজার বিষয় হচ্ছে এত গতি নিয়েও তারা পৃথিবীর সবচেয়ে গতিশীল ৫ দেশের মধ্যে নেই। তারা আছে ১০ নম্বরে।
তাহলে ইন্টারনেট গতির দিক থেকে এগিয়ে থাকা পৃথিবীর সেরা ৫ দেশ কোনগুলো?
৫ নম্বরে আছে সুইজারল্যান্ড। তাদের দেশের গড় ইন্টারনেট গতি ২১.৭ এমবিপিএস। ১৫২ এমবিপিএস কানেকশন নিতে চাইলে এখানে খরচ করতে হবে মাসে মাত্র ৭২ ডলার।
বিস্ময়কর হলেও সত্য তালিকায় ৪ নম্বরে আছে এশিয়ার দেশ হংকং। তাদের গড় ইন্টারনেট গতি ২১.৯ এমবিপিএস। এখানে মাত্র ৫০ ডলারে ৩০০ এমবিপিএস সংযোগ পাওয়া যায়। আরও বিস্ময়কর তথ্য হচ্ছে নতুন এক কোম্পানি ইদানীং ১ জিবিপিএস সংযোগ দিচ্ছে মাত্র ২৬ ডলারে!
২২.৫ এমবিপিএস গতি নিয়ে ৩ নম্বরে আছে সুইডেন। সুইডেনের ৯৪% নাগরিক ইন্টারনেট ব্যবহার করে।
তালিকার ২ নম্বরে আছে নরওয়ে। তাদের গড় ইন্টারনেট গতি ২৩.৫ এমবিপিএস।
এবার ভাবুন তো ১ নম্বরে কারা?
কানাডা, অস্ট্রেলিয়া কিংবা ইউরোপের কোন দেশ নয় , ইন্টারনেট গতিতে চ্যাম্পিয়ন হচ্ছে এশিয়ার দক্ষিণ কোরিয়া! এ দেশে গড় ইন্টারনেট গতি ২৮.৬ এমবিপিএস! এখানকার কিছু জায়গায় মাত্র ২০ ডলারে (১৫০০ টাকা) পাবেন ১ জিবিপিএস সংযোগ।
এছাড়া তালিকায় সেরা দশে আছে এশিয়ার আরো দুই দেশ। সিঙ্গাপুর ও জাপান। তাদের অবস্থান যথাক্রমে ৭ ও ৮ এ। আপনি জাপানে থাকলে নিজের বাসায় ১ জিবিপিএস (১০২৪ এমবিপিএস) কানেকশন পর্যন্ত নিতে পারবেন। মাত্র ২৫ ডলার খরচ করলে ১০০ এমবিপিএস নিতে পারবেন।

পৃথিবীর সবচেয়ে বেশি গতিশীল ইন্টারনেট ব্যবহার করে নাসা। ৯২ জিবিপিএস।
এশিয়ার অনেক দেশ এগিয়ে গেছে। আফ্রিকার কেনিয়ার গড় গতি ১৩.৭ এমবিপিএস! আর আমরা আছি জিরো ফেইসবুক নিয়ে! এখনো কচ্ছ্বপ গতির ইন্টারনেট নিয়ে!
লেখকঃ এম এস আই সোহান
অনলাইন একটিভিস্ট