‘জোবাইক’ সেবা চালু রোহিঙ্গা শিবিরে উন্নয়নকর্মীদের জন্য

0
‘জোবাইক’ সেবা চালু রোহিঙ্গা শিবিরে উন্নয়নকর্মীদের জন্য

দেশের প্রথম বাইসাইকেল শেয়ারিং অ্যাপ ‘জোবাইক’ কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে উন্নয়নকর্মীদের কার্যক্রমকে সহজ করতে উদ্যোগ নিয়েছে। জোবাইক একটি মুঠোফোন ভিত্তিক অ্যাপ যার মাধ্যমে ব্যবহারের জন্য বাইসাইকেল খুজে পাওয়া যায়।

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়ায় শনিবার রোহিঙ্গা শরনার্থী শিবিরের উন্নয়ন কর্মীদের জন্য এই অ্যাপ ব্যবহারে বিশেষ সুবিধা ঘোষনা করেন জোবাইকের প্রধান নির্বাহী মেহেদী রেজা।

সামাজিক দায়বদ্ধতা থেকে প্রযুক্তি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দশটি বাইসাইকেল প্রদান করা হয় শরনার্থী শিবিরে।বলে জানানো হয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

শরনার্থী শিবিরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন, জোবাইকের সহ-প্রতিষ্ঠাতা মোহাম্মদ আজহারুল কুদরত খান এবং পরিচলন ব্যবস্থাপক ইশতিয়াক আহমেদ।

মেহেদী রেজা বলেন, উন্নয়ন কর্মীরা রোহিঙ্গা ক্যাম্পে ঘুরে ঘুরে কাজ করতে হয়। জোবাইক অ্যাপ ব্যবহারের মাধ্যমে তাদের কার্যক্রমে গতি আসবে বলে মনে করি। এই ক্যাম্পের কার্যক্রমকে আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে পরিচালনা করছি।। মানবিক উন্নয়নে অবদান রাখার সুযোগ পেয়ে আমরা আনন্দিত।

উল্লেখ্য, এবারের ঈদ-উল ফিতরে কক্সবাজারে পরীক্ষামুলক কার্যক্রম শুরু করতে যাচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।