নাম বদলে ভারতে পুনরায় ‘টিকটক?

0
টিকটক অ্যাকাউন্ট খুলেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট

চীনের সঙ্গে তিক্ততা বাড়ায় ভারত থেকে বিদায় নিতে হয়েছিলো জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটককে। ধীরে ধীরে ভিডিও বানানোর এই অ্যাপের বিকল্পও খুঁজে নিয়েছেন ইউজাররা। তবে আবার শোনা যাচ্ছে ভারতীয় বাজারে ফিরতে শুরু করেছে এই অ্যাপ।

সূত্র জানায়, টিকটকের নির্মাতা বাইট ডান্স সংস্থা ট্রেডমার্ক বদলে ভারতে টিকটক ফেরানোর উদ্যোগ নিয়েছে। গত ৬ জুলাই বানান বদলে (TickTock) নাম নিয়ে এই অ্যাপকে ফেরাতে ট্রেডমার্ক অ্যাপলিকেশনও করেছে টিকটক প্রধান।

নতুন করে করা আবেদনে উল্লেখ করে বলা হয়েছে, TickTock অ্যাপটি প্রযুক্তিগতভাবে এবং ডিজাইনে TikTok অ্যাপের থেকে আলাদা হবে। অর্থাৎ চীনা অ্যাপকেই যে ফেরানো হচ্ছে, তেমনটা যেন ভাবা না হয়। ফিচারগুলো আগেরমতো হলেও ছোট মজাদার ভিডিও তৈরির জন্য এটি ভারতীয় ইউজারদের কাছে আবার আদর্শ প্ল্যাটফর্ম হয়ে উঠভে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভারতীয় বাজারে ফেরানোর জন্য ইতিমধ্যেই কেন্দ্র সরকারের সঙ্গে কথাও বলেছে বাইট ডান্স।