সত্তর দশকের প্রখ্যাত কবি দাউদ হায়দার হঠাৎ করে আবারো আলোচনায়। বর্তমানে জার্মানিতে নির্বাসিত কবি এর আগে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে মৌলবাদীদের রোষানলে পরেছিলেন কিন্তু এবার রোষানলে পড়লেন মুক্তমনা ও নারীবাদীদের। কি সে কবিতা যার জন্য তার পক্ষের লোকগুলোই হঠাৎ ক্ষিপ্ত হলো? কবিতাটি স্পষ্ট ভাবেই আরেক নির্বাসিত ও ধর্মবিদ্বেষী কট্টর নারীবাদী লেখিকাকে নিয়ে লেখা বলেই মনে হচ্ছে। নিচে কবিতাটি দেয়া হলঃ
নারীবাদী ছিনাল লেখিকা
– দাউদ হায়দার
অনেক বিখ্যাত ছিনাল দেখিয়াছি পৃথিবীতে
তোমার মতন কেহ নয়, তুমিই সেরা;
সকালদুপুরসন্ধ্যায় গ্রীষ্মশীতে
খুঁটে খাও শিশ্ন; তোমার উদরে রেতঃপাত করে মর্দেরা।
তুমি সেই নারীবাদী-নামধারী লেখিকা
রক্তেশিরায় মিথ্যে আর ভণ্ডামি ছাড়া কিছু নেই জীবনে।
তোমার খানাখন্দে বিষমাখা পিপীলিকা;
জন্মগত ছিনাল যে-মত উত্তেজিত সহজাত-দংশনে
অনেক নারীবাদী-ছিনাল দেখিয়াছি, তুমিই সেরা।
তোমার শোনিতগন্ধে যারা দিশেহারা, নিশ্চিত বেজন্মা, হারামি।
দোষ বাপের বীর্যে, মায়ের যোনীতে। জানে চিকিৎসকেরা,
ছিনাল কেন মিথ্যুক, সর্বদা নিম্নগামী।
যে-ছিনালের কথা বলছি, কী দরকার নামোচ্চারণে।
নদীর জল ক্রমশ দূষিত, মাছ ও মানুষ দিশাহীন।
বছরে-বছরে তথা সাল ও সনে
নারীবাদী ছিনাল লেখিকা ভাবছে, ছিনালদলে আমি কী কুলীন?
১১ নভেম্বর ২০১৭
বার্লিন, জার্মানি