পর্যটকে ভরপুর কক্সবাজার সৈকত

0
পর্যটকের ভরপুর কক্সবাজার সৈকতে

দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা বৃহস্পতিবার বিকাল থেকে কক্সবাজারে আসতে শুরু করে। শুক্রবার থেকে সব হোটেল পর্যটকে পরিপূর্ণ হয়ে যায়। আজ শনিবার বিকালে সৈকতের লাবনী, সুগন্ধা পয়েন্টে গিয়ে দেখা যায় পর্যটকে ভরপুর সৈকত।

পর্যটকের ভরপুর কক্সবাজার সৈকতে

মহান বিজয় দিবসের ছুটি আর সাপ্তাহিক ছুটি এক সঙ্গে হওয়ায় কক্সবাজারে পর্যটকের ঢল নেমেছে। অনেক আগে থেকে বুকিং ছিল সব হোটেল। এখানে এসে হৈ চৈ আর আনন্দ করে সময় কাটাচ্ছে তারা। পর্যটকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

এই দিকে কক্সবাজার হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি সাখাওয়াত হোসেন জানান, অনেক আগেই সাড়ে ৪ শতাধিক হোটেল বুকিং হয়ে গেছে। এবারে ব্যবসা ভালো হচ্ছে বলেও জানান তিনি।

কক্সবাজার পর্যটন গলফ মাঠে শুরু হওয়া বাণিজ্য মেলা আর শহীদ দৌলত ময়দানে শুরু হওয়া বিজয় মেলা পর্যটকদের বাড়তি আনন্দ দিচ্ছে বলে জানান পর্যটন ব্যবসায়ী জয়নাল আবেদীন ভুট্টু।

ট্যুরিস্ট পুলিশের সিনিয়র এএসপি রায়হান কাজেমী জানান, আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। সৈকতের পাশপাশি সব পর্যটন স্পটে দায়িত্ব পালন করছে ট্যুরিস্ট পুলিশ।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে