প্রিয় হুমায়ূন আহমেদ

0
হুমায়ূন আহমেদ

প্রিয় হুমায়ূন আহমেদ,
অনেক অনেক আগে এক মাঝরাতে “রুমালী” শেষ করে আমার খুব খালি খালি লাগছিলো,ইচ্ছে হচ্ছিলো আপনাকে গিয়ে বলি,”এক্ষুনি মন ভাল করে দিন!”
আরো অনেক আগে “আগুনের পরশমণি” “শ্যামল ছায়া” দেখে মুগ্ধ হয়েছিলাম। “আমার আছে জল” শেষে দিলুটাকে একটু ছুঁয়ে দেখতে ইচ্ছে হচ্ছিলো। “আয়না ঘর”এর রহস্যময়ীর বেণী দুলিয়ে রিনরিনে হাসিটা শুনতে কান পেতে জেগে ছিলাম অনেক অনেক রাত। আমারও যদি একটা নবু মামা থাকতো..।
 হুমায়ূন আহমেদ
মাঝেমধ্যে ইচ্ছে হয় মিসির আলীর সাথে কয়েকটা ব্যাপারে যদি একটু আলোচনা করতে পারতাম, ভুল গুলো ভাঙ্গতো। রূপার জন্যে ছেলেমানুষিবশত নীল চুড়ি কিনেছিলাম,মন খারাপ হলে দিবো সেই চিন্তায়।
হিমুটাকে ভালবাসতে ইচ্ছে হতো, কিসের জন্যে যেন প্রচণ্ড অভিমান করে ডায়েরীর এক কোণায় লিখেছিলাম, “ঘেন্না করি তোমায়,বাসবো না আর ভাল! খবরদার সামনে আসবে না!” তাও ফিরে ফিরে হিমুটার দিকেই তাকাই।

চুপচাপ কিভাবে যেন শুভ্রটাকে অনেক বেশি ভালবেসে ফেলি।

আপনি বেঁচে থাকলে বলতাম,”আচ্ছা শুভ্রকে নিয়ে লিখুন না আরো কটা লাইন”।

অনেক অনেক প্রশ্ন আর আবদার জমানোর পর, প্রতিবার আবিষ্কার করি আপনি আর কোথাও নেই, জাগতিক মিথ্যে মায়া আপনাকে বাঁধতে পারেনি।
আমার আবার শূন্য লাগা শুরু হয়। অপূর্ব জোছনায় আলিঙ্গন করতে ইচ্ছে হয় মৃত্যুর সাথে। নীলপদ্ম থেকে “দেয়াল”এবং “মধ্যাহ্ন”, এক মনে ডুবেচুবে নেশায় বুদ হয়ে থেকে মনে হয় “কোথাও কেউ নেই”!
“বৃষ্টি বিলাস” ভালবাসতে আপ্নিই শিখিয়েছেন।

অথবা মাঝেমধ্যেই নিজেকে নিশীথিনী, লীলাবতী, মৃন্ময়ী, অবন্তী, অরু অথবা মারিয়া হিসেবে বুঝে নেওয়ার অধিকার আপনার কাছ থেকেই পাওয়া।
আমার আফসোস কি জানেন?

ইশশ.. আরো কয়েকটা বছর আগে যদি আমার জন্ম হতো..যদি হতো..।
এই জগতের বাইরেও তো আরেকটা জগত আছে। ওই যে, জগতের গভীরের জগত। আপনি কি ওখানে???
ভাল থাকুন!
শুভ জন্মদিন

Jafrin Ahmed

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে