বইমেলায় আসছে “মেঘরাঙা মন”

0
মেঘরাঙা মন

বইঃ মেঘরাঙা মন
লেখকঃ আহমেদ উল্লাহ্‌
প্রকাশনীঃ রোদেলা
প্রচ্ছদঃ সাজিদ শুভ
পৃষ্ঠা: ১২৮
মলাট মুল্য: ১৬০
সম্ভাব্য প্রকাশকাল: অমর একুশে বইমেলা ২০১৮
মেঘরাঙা মন
এলিজ নামের ইউরোপিয়ান এক কুমারী ভাগ্যচক্রে বাংলাদেশে আসেন। বাংলার প্রকৃতি তাকে টেনে নিয়ে আসে সুদূর ইউরোপ থেকে। বাংলার বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়ায় ওই ইউরোপীয়ান কুমারী কন্যা!
ঘুরে বেড়াতে গিয়ে বাংলার প্রাকৃতিক দৃশ্য, সহজ-সরল মানুষের যাপিত জীবনের চিত্র বড়ই মুগ্ধ করে এলিজকে! অনাকাক্সিক্ষতভাবে পরিচয় হয় সজল নামের এক বাঙালি যুবকের সঙ্গে, যাকে সঙ্গী করে এলিজ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়; খুঁজে বেড়ায় আবদুল গণি নামের এক বাঙালি প্রফেসরকে। যাকে ভালোবেসেছিল এলিজ।

একসময় খুঁজে পেয়েও আশা পুরণ হয়নি বিদেশিনীর। সদ্য পরিচিত বাঙালি যুবক সজলকে অজানা কারণে লন্ডনে নিয়ে উন্নত জীবন গড়ে দেওয়ার আশ্বাস দেয় এলিজ! কিন্তু মা ও মাতৃভূমি ছেড়ে অর্থের লোভে লন্ডনে যেতে অপরাগতা প্রকাশ করে সজল। দেশেই কিছু একটা করে বেঁচে থাকতে চায় ও!

লন্ডনে ফিরে যাবার পর অপ্রত্যাশিতভাবে কুমারী এলিজের গর্ভে একটি পুত্র সন্তান জন্ম হয়। যা সজলের সন্তান বলে এলিজ আবারও বাংলাদেশে আসে সন্তানটিকে সজলের কাছে রেখে যেতে।
এই উপন্যাসে ওই ইউরোপীয়ান নারীর গভীর অন্তর্দাহবাংলার প্রতি ওর বিরল প্রেমের বিভিন্ন দিক চমৎকারভাবে ফুটে উঠেছে!

Sajid Shuvo‎

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে