যখন ঢল নামে : পাঠ প্রতিক্রিয়া

0
যখন ঢল নামে

বইঃ যখন ঢল নামে

লেখকঃ আশুতোষ মুখোপাধ্যায়

পৃষ্ঠাঃ ১৮৩

প্রকাশনীঃ আনন্দ পাবলিশার্সযখন ঢল নামে

অনেকদিন ধরে বই পড়িনা। ফিকশন পড়া প্রায় ছেড়ে দিচ্ছি।কিন্তু ফিকশনে ফিরে আসতে হয় অনেক সময়। বেশ কদিন আগে বইটা কিনি। আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা ও আমার পড়া প্রথম উপন্যাস এটি। নামের সঙ্গে অবশ্যই গল্পের সঙ্গতি নেই। ওটুকু বাদে উপন্যাসটি বেশ চমৎকার। আমি প্রচন্ড বইবিমুখ অবস্থায় আছি। তাই লেখকের স্টাইল বা বর্ননাভঙ্গী মুগ্ধ করতে পারেনি।

উপন্যাসটি লিলি রুবিন নামক এক রমনীর জবানবন্দিতে আবর্তিত হয়েছে। লিলি রুবিনের মা অ্যাংলো ইন্ডিয়ান এবং বাবা বাঙালী। বাবা ব্লাড ক্যান্সারে মারা যায়।সেই বাবার পরিবার কখনই এমন অনাচার মানবে না। তার মাকে বাবার চিকিৎসার পাশাপাশি সহ্য করতে হয়েছে ঝাড় ফুক আর গুনিনের অত্যাচার।স্বভাবতই শিক্ষিত সমাজ একে বেশি প্রশ্রয় দেয়। সেই লিলি রুবিনের জীবনের অংশটুকু উল্লেখ করে লিলি। লিলির বেড়ে ওঠা দাদুবাড়িতে দাদুর মৃত্যুর পর মায়ের কাছে চলে আসতে হয়।সেখানে মায়ের সাথে মোটরপার্টস ও ডিজেলের ব্যাবসায় হাতেখড়ি ও লাভ গোনা। একইসাথে জেরি নামক এক ছেলের সাথে বিয়ে। জেরি যে খামখেয়ালীপনা আর একটু দুষ্টু। সবসময় হাসি লেগেই থাকে মুখে। সেই জেরি যে এতটুকু বদমাস আগে লিলি বা লিলির মা বুঝেনি।

কিন্তু লিলি জেরিকে যতই অপছন্দ করুক, রাতে বিছানার সতৃষ্ণ মুহুর্তের অপেক্ষায় থাকতো। জেরি ভুডু, প্রেতচর্চা করে। জেরি প্রচুর টাকা উড়ায়। অবশ্যই লিলিদের। একটা সময় ছক কষে লিলি আর তাকে মেরে ফেলবে। লিলিকে জেরি কি মারতে পারবে কিনা?এটা বলব না।শুধু বলব অলৌকিক নামক লৌকিকতার প্রধান অস্ত্রই ভয়। এই ভয়টুকুর মাঝে যুক্তির আস্তর পরলেই খুব সহজে মুক্তি আসে। উপন্যাসটি এই দিকই আলোকপাত করতে চেয়েছে। মোটের ওপর বেশ উপভোগ্য উপন্যাস।থ্রিলার না বললেও রহস্য গল্প বলা চলে।

পাঠ প্রতিক্রিয়াটি লিখেছেনঃ Amirul Abedin Akash‎

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে