সরকার খাদ্য নিরাপত্তা এবং পুষ্টিমান উন্নয়নে কাজ করছে: খাদ্যমন্ত্রী

0
সাধন চন্দ্র মজুমদার Sadhon Chondro

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, পৃথিবী এখন ইতিহাসের এক চরম সংকটকাল অতিক্রম করছে। কোভিড ১৯ মহামারির কারণে মানবজাতির সংকট বাড়ছে। এ সময়ে সকলের সুরক্ষা নিশ্চিত না হওয়া পর্যন্ত কেউ সুরক্ষিত নয়। বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষের জীবন ও জীবিকার উপর সমান জোর দিয়ে করোনাকালীন বিশেষ উদ্যোগ নেয়। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়িয়ে করোনাকালে ১ কোটির বেশি আয় রোজগারহীন মানুষকে অন্তর্ভূক্ত করে খাদ্য সহায়তা দেয়। মহামারির কারনে ক্ষতিগ্রস্ত কৃষক, শ্রমিকসহ পাঁচ মিলিয়ন মানুষকে নগদ প্রণোদনা দিয়েছে। মহামারিকালে খাদ্য সংকট মোকাবেলায় বাংলাদেশের অর্জন প্রসংশনীয়।

বাংলাদেশ সচিবালয়ে তার অফিস কক্ষ থেকে যুক্ত হয়ে কাজাখস্তানের নুর সুলতানে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ইসলামিক অর্গানাইজেশন অফ ফুড সিকিউরিটি (IOFS) এর চতুর্থ সাধারণ সম্মেলনের শেষ দিনে “কান্ট্রি ডিবেটে” অংশ নিয়ে মন্ত্রী আরো বলেন, কোভিড ১৯ পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় পারস্পরিক সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে IOFS মডেল হিসেবে নিজেদেরকে উপস্থাপন করতে পারে। এসময় তিনি কৃষি ও খাদ্য খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় সদস্যদেশগুলোর মধ্যে আরো বেশি বিনিয়োগ, গবেষণা ও উদ্ভাবন বাড়ানোর আহবান জানান।

মন্ত্রী ছাড়াও আরো বক্তব্য রাখেন IOFS এর নবনির্বাচিত চেয়ারম্যান ইয়ারবল কারাসকেয়েভ।