সোহাগিনীর সাথে এক বছর : পাঠ প্রতিক্রিয়া

0
সোহাগিনীর সাথে এক বছর

বইঃ সোহাগিনীর সাথে এক বছর

লেখকঃ বিনায়ক বন্দ্যোপাধ্যায়

প্রকাশনীঃ আনন্দ পাবলিশার্স লিমিটেড

অন্তর্ভুক্তিঃ দেশ শারদীয়া সংখ্যা ১৪১৪

পৃষ্ঠাসংখ্যাঃ এই কত আর হবে? ৮০
সোহাগিনীর সাথে এক বছর

নিজের কথা বলতে আমার একটু সংকোচ আছে। অভাবের সংসারে আমি এমনভাবে বেড়ে উঠছিলাম যে অভাবের রাংতা আমার গায়ে জোর করে লেগে গিয়েছিল। আমি শুধু নিজের পায়ে দাড়ানোর স্বপ্ন দেখতে শুরু করছিলাম। হুট করেই বাবা মরে গেলেন। এইত কালই বাবার পায়ে কদমবুসি করছিলাম, আর আজ তার মুখে আগুন ধরাচ্ছি। আগুন নিয়ে যা রোমান্টিকতা, তা যেখানেই করা যাক না কেন, শ্মশানে করা যায়না। গতকালের মুহুর্ত থেকে আজকের সময় পর্যন্ত যেন যোজন যোজন সময় পার করে ফেলা হয়েছে। বাবার শরীর মালসায় ভরে হঠাৎ পিন্ডিদানে চলে আসার পর পর্যন্তও সব কিছু ফাকা হয়ে উঠছিলো। কিন্তু হুট করেই রোহিত আমাকে জানালো আমাকে গ্রুপ থেকে সাময়িক নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। আজকাল কবিতা লিখতে গেলে একটা দলে থাকতেই হয়, যারা নামধাম ও বেশ পুরোনো তারা দলের বাইরে গিয়ে সহজেই কবিতা লিখতে পারে। কিন্তু আমরা পারিনা। সেই দলের পত্রিকায় আমার সম্পাদকীয় ছাপার কথা তাই বাতিল? আমি বিরোধীদলের কবির সাথে উঠবস করি? এমনই সময় ২৯ জানুয়ারী সোহাগিনীর সাথে পরিচয়! অপরুপ স্নিগ্ধ এক মেয়ে! জীবনে কোনোদিন প্রেমই করতে পারিনি। পাত্তা পাইনি, আজীবন সহজ সরল হয়ে রয়েছি, কারো বিপদে নিজেকে স্বার্থপর করে দূরে রাখিনি। হঠাৎ এভাবে করলাম জড়িয়ে গেলাম! একটা রুপকথার মতো। স্বার্থপর হয়ে উঠলাম। স্বপ্ন দেখতে শুরু করলাম বড় বড়। সোহাগিনীর সাথে কথা বলতেই সব টাকা খরচ। ওর পরীক্ষার সব নোট বানিয়ে দিচ্ছি। ওকে নিয়ে খারাপ কিছু বললেই মার লাগাচ্ছি। ওর পরীক্ষার পর, বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার কথা। ওর মা আর বোন ত আমায় পছন্দ করেই। কিন্তু সোহাগিনী আর আগ্রহ পাচ্ছেনা। আমার রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে। কিছুই আর স্বাভাবিক নেই……..

এতক্ষন উপন্যাসের নায়কের গল্প বললাম। ভাববেন না এই ফাকে নিজের গল্প বললাম। উপন্যাসটি হুমায়ুন আজাদের “একটি খুনের স্বপ্ন” উপন্যাসের সমগোত্রীয়। তবে এটি অনেক বিস্তৃত। অনেক বেশি গল্প গল্প ভাব। প্রায় একটা বছরে নিজের জীবনের সেরা একটা সময় পার করা ও ধ্বস নামার গল্প। চমৎকার!

পাঠ প্রতিক্রিয়াটি লিখেছেনঃ Amirul Abedin Akash‎

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে