হিমালয় কণ্যা নেপাল ভ্রমণের বিস্তারিত তথ্য

0

গত ২ অক্টোবর আমরা ২ জন আমাদের ফেসবুক গ্রুপ আরামপ্রিয় ট্রাভেলার্স থেকে ঘুরে আসি হিমালয় কন্যা নেপাল থেকে। সে অভিজ্ঞতা থেকেই নেপাল ভ্রমণে সহায়ত কিছু তথ্য দিচ্ছি যাতে নেপাল ভ্রমণে ইচ্ছুকরা উপকৃত হতে পারেন।

শুরুতেই বলে রাখি, আমরা কোন ট্রাভেল এজেন্ট এর মাধ্যমে যাইনি।
নেপালে ভ্রমণ সিজন শুরু হয় অক্টোবর থেকে এবং এটি ফেব্রুয়ারী/মার্চ পর্যন্ত চলে। কিন্তু এ সময়ে প্রচুর ভীড় থাকে নেপালে এবং নেপাল অনেকটা ট্যুরিস্ট নির্ভর দেশ হওয়ায় এ সময়টাতে জিনিসপত্রের দামও বেশি থাকে।
নেপালে প্রায় সবাই হিন্দী জানে এবং ইংরেজি তেও তারা একইরকম সাবলীল। তাই ভাষাগত কোন প্রবলেম ফেইস করতে হবেনা।

নেপাল যাওয়ার জন্য আমরা বেছে নিয়েছিলাম রিজেন্ট এয়ারলাইন্স কে। ১ সপ্তাহ আগে বুকিং দিয়ে ভাড়া পড়েছে রাউন্ড ট্রিপ ১৯১০০ টাকা।

নেপাল এ আমাদের জন্য রয়েছে অন-এরাইভাল ভিসা। নেপাল এয়ারপোর্টে নেমে ভিতরে গেলেই দেখবেন সার্কভুক্ত দেশের ভিসা দেওয়ার জন্য একটি আলাদা লাইন রয়েছে। সেই লাইনে গিয়ে দাড়াবেন।

বছরে ১ বার নেপাল ভ্রমণ করলে ভিসার কোন খরচ লাগে না।

– ভিসার জন্য ১টি embarkation কার্ড, ১টি ভিসা ফর্ম পূরণ করতে হয় এবং ১ কপি পাসপোর্ট সাইজ ছবি লাগে। ছবি সাথে না থাকলে এয়ারপোর্টে কিছু ডিজিটাল মেশিনও রয়েছে যেখানে আপনি সরাসরি ছবি আপ করতে পারেন।

– ভিসা দেওয়ার জন্য কিছুই জিজ্ঞেস করে না ওরা। পাসপোর্ট খুলে আর ৩০ দিনের ভিসা দিয়ে দেয়।

তবে সাথে অবশ্যই পাসপোর্ট সাইজ ছবি রাখবেন নেপালি সীম কেনার জন্য। ছবি ছাড়া সীম কিনতে পারবেন না। NCell কোম্পানীর সীমই ভালো। এটি আমাদের রবির মূল কোম্পানী Axiata এর।

এয়ারপোর্ট এ ডলার রেট ১০০ করে তবে থামেল এ ১০৩ রুপী করে রেট পাবেন।

নেপালে আমরা ১ রাত থেকেছি কাঠমুন্ডুর থামেল এলাকায়, ২ রাত থেকেছি পোখারার সরনকোট এলাকায় (সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫০০০ ফুট উপরে) এবং ২ রাত থেকেছি কাঠমুন্ডুর নাগোরকোট এলাকায় (সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬০০০ ফুট উপরে)।

থামেল এলাকায় ছিলাম Om Tara Guest House নামক হোটেল এ। বুকিং দিয়েছিলাম booking.com থেকে।

খরচঃ ডাবল বেড রুম প্রতিটি ২০ ডলার। আপনি ওদেরকে ডলারে পেমেন্ট করলে ভালো। কনভার্সন করিয়ে রুপি দিলে আপনার লস হবে।

পোখারার সরনকোট এলাকায় ছিলাম Superview Lodge নামক হোটেলে।

খরচঃ ডিলাক্স ডাবল রুম প্রতিটি ২৫ ডলার। আপনি ওদেরকে ডলারে পেমেন্ট করতে পারবেন।

কাঠমুন্ডুর নাগরকোট এলাকায় ছিলাম Everest window নামক হোটেলে । তবে নাগরকোট এ Countryvilla hotel এবং পeaceful cottage & Cafe du mount  এ সুন্দর ভিউ ওয়ালা রুম পাবেন। আমরা যখন গিয়েছিলাম তখন দুটো হোটেল-ই ‘ফুল-বুকড’ ছিলো।

নেপালে গিয়ে আমাদের খাওয়া-দাওয়া নিয়ে একটু সমস্যায় পড়তে হয়েছে কারণ ওদের খাবারের স্বাদ ভাল লাগে নি। আর সব খাবার salty.

নেপালে যাতায়াত খরচঃ

নেপালে অভ্যান্তরীণ যাতায়াত খরচ একটু বেশি।

– এয়ারপোর্টে নেমে প্রি-পেইড ট্যাক্সি সেন্টার আছে। ওদের ভাড়া নির্ধারণ করা থাকে। এয়ারপোর্ট থেকে থামেলে যেতে ওরা খরচ নিবে ৭০০ রুপি (২০-২৫ মিনিটের রাস্তা)।

– থামেল থেকে পোখারা যাওয়ার জন্য বেস্ট হচ্ছে বাস দিয়ে যাওয়া। বাস সকাল ৭ টায় ছারে। almost ১০-১১ ঘন্টার জার্নি। থামেলে অনেক ট্যুরস এন্ড ট্রাভেলস এর দোকান পাবেন। সেখানে গিয়ে দরদাম করতে পারেন। তবে আমরা হোটেল এর মাধ্যমে বুক করছিলাম। বাস পেয়েছিলাম জনপ্রতি ৭০০ রুপী দিয়ে। যদি প্লেন দিয়ে যেতে চান তবে খরচ পরবে ১৫০ ডলারের মত প্রতিজন। রিভার রাফটিং করতে চাইলে পথেই ত্রিশুলি রিভার সাইডে বাস নামিয়ে দিবে। রিভার রাফটিং খরচ আমাদের পরেছিল ৩০ ডলার প্রতিজন। ৩ ঘন্টা রিভার রাফটিং শেষে ওরাই আপনাকে পোখারা এর অন্য বাস এ তুলে দিবে।

– পোখারা থেকে সারাংকোট যেতে চাইলে আপনাকে ট্যাক্সি নিতে হবে। ট্যাক্সি খরচ পরবে ১৫০০-২০০০ রুপী।

– পোখারায় ঘুরাঘুরির জন্য গাড়ী দরকার হয়। আমরা যোগাযোগ করেছিলাম superview lodge এই। ওরা ফুল ডে সাইট সিইং এর জন্য গাড়ী ঠিক করে দেয় ৬০০০ রুপী তে।

– থামেল থেকে নাগরকোট যেতে চাইলে আপনাকে ট্যাক্সি নিতে হবে। ট্যাক্সি খরচ পরবে ২০০০-২৫০০ রুপির মত।

– পোখারায় Paragliding যদি করতে চান তবে জনপ্রতি খরচ গুণতে হবে ৮০-১২০ ডলার। হোটেল পিকআপ এবং ড্রপ ও ছবি সহ।

কিছু ছবিঃ 

নেপাল ভ্রমণনেপাল ভ্রমণ
নেপাল ভ্রমণনেপাল ভ্রমণ

লেখকঃ নুসরাত সাবরিন চৌধুরী
প্রতিষ্ঠাতা এডমিন – আরামপ্রিয় ট্রাভেলার্স

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে