৭ ঘণ্টায় ৩৩ ওয়ার্ডের প্রায় শতভাগ বর্জ্য অপসারণ: ডিএসসিসি

0

গতকাল বুধবার বেলা দুইটা থেকে রাত পৌনে নয়টা পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মোট ৩৩টি ওয়ার্ডের প্রায় সম্পূর্ণ কোরবানির পশুর বর্জ্য অপসারণ করে ফেলা হয়েছে। ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের গণমাধ্যমে এ তথ্যটি জানান।

আবু নাছের বলেন, ১০, ৩২, ৩৪, ৩৬, ৩৮, ৩৯, ৪৩ ও ৬৬ নম্বর ওয়ার্ডের প্রায় শতভাগ কোরবানির পশুর বর্জ্য পরিস্কার করে ফেলা হয়েছে। এবং ৩, ৯, ১৯, ২০, ২৫, ২৮, ৩৫, ৪১, ৪২, ৪৬, ৪৭, ৫২, ৫৩, ৫৪, ৫৭ ও ৭১ ওয়ার্ডের বর্জ্য প্রায় ৯৫ ভাগ অপসারণ করেছে সিটি কর্পোরেশন কর্মীরা।

পাশাপাশি নয়টি ওয়ার্ডের ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে। ওয়ার্ডগুলো হলো ২৩, ৩১, ৩৩, ৪০, ৪৪, ৪৫, ৪৮, ৫০ ও ৫৬।

উল্লেখ্য, কোরবানিতে উৎসর্গ করা পশুর বর্জ্য পরিস্কারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রায় ১০ হাজার কর্মী ঈদের দিন থেকে মাঠে ছিল। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা মাঠপর্যায়ে পর্যবেক্ষণের জন্য তৈরি করা হয় ১০টি টিম। স্থাপন করা হয় একটি নিয়ন্ত্রণকক্ষ।