সোনাংপেডাং গ্রামের ঝুলন্ত ব্রিজের উপর থেকে উমাংগট নদী…

0
সোনাংপেডাং

সোনাংপেডাং গ্রাম
ডাউকি…
মেঘালয়…
সোনাংপেডাং
মেঘালয়ের উমাংগট আর কেশর নদীর পাড়ের গ্রাম সোনাংপেডাং গ্রাম। অদ্ভুত সুন্দর সোনাংপেডাং গ্রাম। সোনাংপেডাং এর উমাংগট নদী বিভিন্ন ঋতুতে বিভিন্ন রুপ ধারন করে। নদীর পাড়েই নৌকা, লাইফ জ্যাকেট ভাড়া পাওয়া যায়। নৌকা ভাড়া ৫০০/- রুপি। চাইলে আপনি কায়াকিংও করতে পারবেন।

যেভাবে যাবেন:-
ঢাকা থেকে তামাবিল বর্ডার।বর্ডার পার হয়ে ট্যাক্সিতে ডাউকি হয়ে সোনাংপেডাং গ্রাম। বর্ডার থেকে সোনাংপেডাং গ্রাম পৌঁছাতে সময় লাগবে ৩০ মিনিট।

আসুন ভ্রমণে গিয়ে আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলি, পরিবেশ রক্ষা করা আমাদের দায়িত্ব, সম্ভব হলে পড়ে থাকা চিপস, বিস্কুট এর প্যাকেট সাথে করে নিয়ে আসবো এবং নিজে ফেলবো না।

লেখকঃ Dip Biswas

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে