১ দিনের ট্যুরে কুষ্টিয়া।
দর্শনীয় স্থান
১. লালন মাজার ছেউড়িয়া
২. শিলাইদহ, রবীন্দ্র কুঠিবাড়ি
৩. মীর মশারফ হোসেন স্মৃতি জাদুঘর
৪. ঠাকুর লজ
৫. হার্ডিঞ্জ ব্রীজ, লালন শাহ সেতু।
কিভাবে যাবেন।
কল্যাণপুর থেকে নন এসি বাস ৪৫০ টাকা এসি বাস ৫৫০ টাকা।সোজা আপনাকে নামিয়ে দিবে মজমপুর। তারপর আপনি ৪০০, ৪৫০ মধ্যে অটো ভাড়া করে উক্ত সব যায়গা ঘুরে দেখতে পারবেন শুধু (৫) নং বাদে। কিংবা আপনি ইচ্ছে করলে অটো ভাড়া না করে ভেঙ্গে ভেঙ্গে দেখতেও পারেন। আমি সাজেস্ট করব অটো ভাড়া করেন নিতে কারন সময় ও কম লাগবে টাকা ও কম। আপনি যদি একা হন সে ক্ষেত্রে ভেঙ্গে ভেঙ্গে যান। আগে লালন মাজার তারপর সেখান থেকে অটো দিয়ে কুমারখালি, শিলাইদহ।
ভাড়া নিয়ে দুশ্চিন্তা করবেন না কারণ ওরা প্রাপ্য টাই রাখে।
আপনি যদি আগের দিন রাত ১০,১১ টায় বাসে উঠেন তাহলে সারা দিন ঘুরে পরের দিন ১২ টার আগেই বাসায় ফিরতে পারবেন।
আর অবশ্যই কুষ্টিয়ার বিখ্যাত মিষ্টি আর কুলফি টেস্ট করবেন।
** ছবি এডিট করা, আগেই বলে রাখলাম। তবে বাস্তবে আরও সুন্দর এবং উপভোগ্য আশা করি হতাশ হবেন না। কোন কিছু জানার হলে নির্দ্বিধায় ইনবক্স অথবা কমেন্ট এ প্রশ্ন করতে পারেন।
৫ নং এ যেতে আপনাকে উপরোক্ত যায়গা গুলো ঘুরা শেষ হলে, পাবনার বাসে করে পাকশী নামবেন ভাড়া ৫০ তারপর অটোতে করে যাবেন।
লেখকঃ অভি দীপ্ত