সবার কাছ থেকে শুনি জায়গাটা অনেক সুন্দর। তাই এবার খুলনা গিয়ে চলে গেলাম চন্দ্রমহল ইকোপার্ক।
গ্রামের ভাঙ্গাচোরা রাস্তায় দিয়ে যখন ভ্যানে যাচ্ছিলাম তখন মেজাজ টা খারাপ হয়ে যাচ্ছিল। যখন চন্দ্রমহল ইকোপার্কে ডুকলাম তখন বেশ ভালো লাগলো।পানির নিচ দিয়ে সুরঙ্গ তার ভিতরে ডুকলাম বের হয়ে প্রবেশ করলাম মেইন বিল্ডিং। ভেতরটা অনেক সাজানো আর পুরাতন জিনিস পত্রাদিতে ভরা।ভালো লাগলো অনেক। পুকুরের মাঝখানে রাস্তা দিয়ে হাঁঠলে অনেক ভালো লাগবে। চারপাশে নারিকেল গাছ, আর জায়গা জায়গাতে বসার জায়গা।নিরিবিলি একটা পরিবেশ আমার কাছে অনেক ভালো লাগছে।এছাড়া সাকো আছে, দ্বীপের মত একটা বাড়ি আছে, সাজেকের মত বাড়ি আছে, পুকুরে বড় বড় ঝিনুক, শামুক, নৌকা ভেসে আছে। একপাশে প্রাচীন রীতিনীতির অনেক মূর্তি আছে যা আপনাকে মুগ্ধ করবে।একটা মিনি চিড়িয়াখানা আছে সেখানে হরিণ, বানর, অনেক পাখি আছে। এছাড়া লালবাগ কেল্লার মত একটা বিল্ডিং, ওয়াচ টাওয়ার ও শিশুদের বিভিন্ন রাইড আছে।আমার দেখা মতে ব্যাক্তিগত স্থাপনাতে এই ইকোপার্কটি বেস্ট।
কিভাবে যাবেন******ঢাকা মংলা রোডে মংলাগামী যেকোন বাসে উঠে বলবেন চন্দ্রমহল ইকোপার্কে নামবেন তাহলে নামিয়ে দিবে। সেখানথেকে ১০ টাকা ভ্যান ভাড়া দিয়ে পার্কের গেইটে নামবেন।
পার্কের প্রবেশমূল্য ৫০ টাকা।
ভিতরে অনেক ছোট ছোট দোকান আছে সেখানে নাস্তা করতে পারবেন
আশাকরি আপনার দিনটা মাঠি হবে না।
লেখকঃ Bijoy Babu