Road to Lakes of Ladakh (Tsomoriri, Tsokar, Kyagar Tso)

0
লেহ থেকে Tsomoriri lake যাবার পথে

কাশ্মীর প্রদেশের লাদাখ অংশটা আয়তনে বিশাল। এর একদিকে পাকিস্তান, একদিকে চীনের তিব্বত। লাদাখের মধ্যেই আছে অত্যন্ত মনোমুগ্ধকর কয়েকটি লেক; Pangong lake, Tsomoriri lake, Tsokar & Kyagartso lake. 3 Idiots, Sanam Re, Jab Tak Hai Jaan সহ কয়েক বছর ধরে বলিউডের বেশ কিছু মুভির শুটিং হয়েছে এ লেক আর আশেপাশের জায়গাগুলোতে। গত বছরের আগষ্টে যখন লাদাখ গিয়েছিলাম কয়েকটা লেক দেখার সৌভাগ্য হয়েছিলো আমাদের। সে ভ্রমণ কাহিনী নিয়েই এ অ্যালবাম।

লাদাখ
লাদাখের রাজধানী লেহ শহর ঠিক মাঝে রাখলে Pangong lake এর পথ এক দিকে আর বাকি ৩টা লেক লেক এ যাবার পথ ঠিক তার উল্টো দিকে। লেহ থেকে যে কোন একদিকে ঘুরে আবার লেহ শহরে পৌছাতে সময় লাগবে ২ দিন। এর মানে সবগুলো লেক ঘুরতে লাগবে মোট ৪ দিন। তখন Landslide হবার কারণে আর আবহাওয়া খারাপ থাকায় আটকে পড়ার ভয়ে Pangong lake এর পথে আমাদের যাওয়া হয়নি। লেহ থেকে আমরা রওনা দিলাম Tsomoriri, Kyagartso, Tsokar লেক দেখার জন্য।

লেহ থেকে Tsomoriri lake যাবার পথে
লেহ থেকে Tsomoriri lake যাবার পথে
লেহ থেকে Tsomoriri lake যাবার পথে
লেহ থেকে Tsomoriri lake যাবার পথে

লেহ শহর থেকে Tsomoriri যাবার দূরত্ব ২৪০ কি.মি। এ পথে average ১৪,০০০ ফুট উচ্চতায় ভ্রমণ করতে হবে। Tsomoriri lake মানালী লেহ হাইওয়ে থেকে ৪০ কি.মি দক্ষিণ দিকে কাছাকাছি হলেও মানালি থেকে রোডের অবস্থা খুব বেশি খারাপ হওয়ায় কেউ মানালি দিয়ে Tsomoriri lake এ যায় না। সবাইকে লাদাখ এসে তারপর ২৪০ কি.মি travel করে যেতে হয়। Tsomoriri lake এ যাবার পথটা জোস। এ পথে আমরা দেখেছি মাথা নষ্ট করা কিছু দৃশ্য যা আজীবন বলিউডের movie তেই দেখেছিলাম। রাস্তার পাশে হাজার হাজার ছাগল আর ভেড়ার পাল, আর এতো কিউট ওগুলা দেখতে !!! তাদের কাছে গিয়ে শিং ধরে টানাটানি করলে বা গায়ে হাত বুলালেও তাদের কোন বিরক্তি নেই 🙂 । তারা লেক থেকে নেমে আসা জলাশয় গুলোর পাশে বিশাল এলাকা জুড়ে ঘাস খাচ্ছে, পানিতে দাপাদাপি করছে। এ পথে দেখা যায় ইয়াক, পাহাড়ি ঘোড়া লেকের পাশের চারণ ভূমিতে ঘুরছে। আমরা পথে একটু পরপর গাড়ি থামিয়ে এক নাগাড়ে তাকিয়ে ছিলাম দৃশ্যগুলোর দিকে। (অ্যালবামের ছবিতে আছে)।

লেহ থেকে Tsomoriri lake যাবার পথে
লেহ থেকে Tsomoriri lake যাবার পথে
লেহ থেকে Tsomoriri lake যাবার পথে ইয়াক
লেহ থেকে Tsomoriri lake যাবার পথে ইয়াক
লেহ থেকে Tsomoriri lake যাবার পথে পাহাড়ি ঘোড়া
লেহ থেকে Tsomoriri lake যাবার পথে পাহাড়ি ঘোড়া
লেহ থেকে Tsomoriri lake যাবার পথে হঠাৎ উঁকি দিলো kyagar Tso
লেহ থেকে Tsomoriri lake যাবার পথে হঠাৎ উঁকি দিলো kyagar Tso
লেহ থেকে Tsomoriri lake যাবার পথে
লেহ থেকে Tsomoriri lake যাবার পথে
লেহ থেকে Tsomoriri lake যাবার পথে
লেহ থেকে Tsomoriri lake যাবার পথে
Kyagar Tso Lake
Kyagar Tso Lake

লেহ থেকে Tsomoriri lake যাবার পথে

Kyagar Tso Lake

Kyagar Tso Lake

Kyagar Tso Lake

Kyagar Tso Lake

Kyagar Tso Lake

Kyagar Tso Lake

এ পথে Tsomoriri lake এর ৩০ কি.মি আগেই পড়বে Kyagartso lake। লেহ শহর থেকে ৬ ঘন্টার যাত্রার পর প্রথম উঁকি দিলো এ লেকটা। চারদিকে সব বিশাল বরফে ঢাকা পর্বতগুলোর মাঝে Rupsha valley, আর তার মধ্যেই ১৫,৪৩৬ ফুট উঁচুতে ৪ কি.মি দৈর্ঘ্যের এ লেকটি। লেকের পানি নোনতা (Salt lake), বরফ থেকে নেমে আসা পানি ঠিক কেন নোনতা জানা নেই। শীতকালে এ লেক আর আশেপাশের তাপমাত্রা হয় -৪০ ডিগ্রী সেলসিয়াস। আর আমার যখন গেলাম তখন ২ ডিগ্রী তাপমাত্রা সহ্য করতেই কেয়ামত আমাদের! লেকের চারপাশের দৃশ্য কেমন সেটা আর না বললাম, ছবিতে আছে। লেকের পাশে দেখলাম কয়েকজন tourist ক্যাম্প করলো। তারা থাকবে বলে সেখানে; আর এদিকে শ্বাস কষ্ট হচ্ছে আমাদের মাঝে মাঝে, মাথা ভোঁ ভোঁ করতেছে।

Distance from Leh to Tsomoriri
Distance from Leh to Tsomoriri
Kyagar Tso & Tsomoriri lake in a map. Distance between lakes is 30 km
Kyagar Tso & Tsomoriri lake in a map. Distance between lakes is 30 km
Tso moriri Lake
Tso moriri Lake
Tso moriri Lake
Tso moriri Lake
Tso moriri Lake
Tso moriri Lake

Tso moriri Lake

Tso moriri Lake

Tso moriri Lake

বৃষ্টির পর পাহাড়ে রংধনু at Tso moriri Lake
বৃষ্টির পর পাহাড়ে রংধনু at Tso moriri Lake

Kyagartso lake ঘুরে গাড়িতে এসে বসলাম। লক্ষ্য Tsomoriri lake যা আর ৩০ কি.মি পরেই। Tsomoriri lake যখন পৌছালাম তখন মেঘলা আবহাওয়া আর প্রচন্ড ঠান্ডা বাতাস। ঠান্ডা বাতাসের ঝাপটা সহ্য করা খুব বেশি কষ্টের ছিলো। লম্বায় ২৬ কি.মি আর পাশে ৫ কি.মি এর এ লেকটিকে বলা হয় ভারতবর্ষের সবচেয়ে উঁচুতে অবস্থিত সবচেয়ে বড় লেক। (Pangong lake এর দৈর্ঘ্যে Tsomoriri lake থেকে অনেক বড় হলেও এর ৭০% অংশ চীনের মধ্যে পড়ায় Tsomoriri lake কে বড় বলে মনে করা হয়)। পাহাড়ের একদম উঁচুতে দাঁড়িয়ে পুরো লেকের দৃশ্য দেখলে extra কিছু টেনে টুনে feel নেয়ার দরকার নাই 😛 , এমনিতেই feel আর feel। এমনকি আমি খুব বেশি ফটোও তুলি নাই, একসময় বিরক্ত লাগবে ছবি তুলতে, শুধু চুপচাপ তাকিয়ে দেখতে ইচ্ছা করে। লেকের আশেপাশেই yak, sheep, goat, horses ঘুরছে।

লেক কয়েক রকম আছে। Glacial lake, Structural lake, Remnant lake. Pangong, Tsomoriri, শ্রীনগরের Dal lake এ সবগুলোই Remnant lake যা লক্ষ বছর আগের কোন বড় লেকের ভগ্নাংশ। পারসোনাল জীপ নিয়ে এ পথে যাওয়াটা best। পথে কোন petrol pump পড়বে না, তাই প্রয়োজনীয় তেল আগে থেকেই নিতে হবে, পারমিট লাগবে যা লেহ শহর থেকে নিতে হবে। ও মনে রাখতে হবে, যাওয়া আসায় এ ২ দিন ৬-৮ বেলা পথে ন্যুডলস আর থুপ্পা খেয়ে থাকতে হবে, আর কোন খাবার পথে পাওয়া যাবে না। কখনো লাদাখ গেলে লেকগুলো ঘুরে আসতে হবে কিন্তু; কথাটা মনে থাকে যেনো।

( কিছু ছবি দিলাম ! Photo contrast সামান্য বাড়ানো কমানো ছাড়া extra কোন এডিটিং করি নাই। ছবির নিচে place locate করা আছে )
লেখক: ডা: আরিফ উর রহমান
অর্থোপেডিক সার্জারীতে পোস্ট গ্রাজুয়েশন অধ্যয়নরত (CMC
)