=রিভিউ ২=
বই: অরিজিন
অনুবাদ: মো: ফুয়াদ আল ফিদাহ
প্রকাশনী: আদী প্রকাশন
দাম: ৪৬০
পৃষ্ঠা : ৪৯৪

কাহিনী সংক্ষেপ (ফ্ল্যাপ থেকে) –
কোথেকে এসেছি আমরা? যাবই বা কোথায়?
সেই সৃষ্টির শুরু থেকেই, মানবজাতি করে আসছে এই দুটো প্রশ্ন।
এখন…এতদিন পর…এডমন্ড কির্শ, বিখ্যাত বিলিওনিয়ার ও ভবিষ্যতদ্রষ্টা, প্রযুক্তির দুনিয়ার পথ-প্রদর্শক, সারা বিশ্বের সামনে তুলে ধরতে যাচ্ছে সেই দুটি প্রশ্নের উত্তর।
স্পেনের বিলবাওতে, গুগেনহাইম জাদুঘরে বিশ্বের বড় বড় নামগুলোকে একত্রিত করেছে সে। এদের মাঝে আছে রবার্ট ল্যাংডনও। যুবক কির্শের শুধু বন্ধুই নয় সে, সেই সাথে শিক্ষকও।
রহস্য উন্মোচনের ঠিক আগ-মুহূর্তে, আততায়ীর হাতে খুন হলো কির্শ। জাদুঘরের জাদুঘরের ডিরেক্টর, আমব্রা ভিদালকে সাথে নিয়ে পালাতে হলো রবার্টকে। এদিকে কির্শের আবিষ্কার জনসম্মুখে প্রকাশ করতে হলে, ইতিহাস আর ধর্মের নৃশংস অতীত খুঁড়ে বের করে আনতে হবে নানা সূত্র। সেই সূত্রগুলো ছড়িয়ে আছে সারা স্পেনে।
ওদের পেছনে লেগেছে ভয়ঙ্কর এক শক্তি, আপাতদৃষ্টিতে মনে হচ্ছে-সেই শক্তির নিয়ন্ত্রক স্পেনের রাজ-পরিবার।
ওরা কী পারবে, সব বাঁধা অতিক্রম করে কার্চের আবিষ্কারকে চিরতরে হারিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে?
সময়ই দেবে সেই প্রশ্নের উত্তর।
origin মানে হল “উৎস”। কিসের উৎস বোঝাতে চেয়েছেন লেখক? জানতে চাইলে বইটা পুরো পড়তে হবে। এই ছোট্ট রিভিউয়ে ঠিকঠাক ব্যাখ্যা দেয়া যাবেনা।
এই সিরিজ বা লেখক কে নিয়ে কিছু বলার বোধ হয় দরকার নেই। কারণ থ্রিলার পড়ে আর এই সিরিজের সাথে পরিচয় নেই এমন পাঠক পাওয়া দুষ্কর। বিশ্বব্যাপী বহুল আলোচিত, সমালোচিত, এবং জনপ্রিয় বিভিন্ন ভাষায় অনূদিত ড্যান ব্রাউনের রবার্ট ল্যাঙডন সিরিজটি। “অরিজিন” সিরিজের পঞ্চম বই। আগের বই গুলোর মত এটাতেও নিজের স্বকীয়তা বজায় রেখেছেন ব্রাউন । কোড ব্রেকিং, পাজল ম্যাচিং, যথাযথ অ্যাকশন, ইতিহাসের কানাগলি ঘুরিয়ে এনে রহস্যের সমাধান এবং সমাপ্তি।
আধুনিক টেকনো ধাঁচের কাল্ট থ্রিলার গুলোর গল্পের ধরণ মূলত একই। পৃথিবী ধংস হয়ে যাবে নয়ত পৃথিবীর ইতিহাস পালটে যাবে, চমকপ্রদ কোন আবিষ্কার বা অনাবিষ্কৃত কোন হাজার বছরের পুরনো থিওরি। এই বইটিও অনেকটা সেই ফর্মূলাতেই এগিয়েছে।
আর আলাদা বলতে ড্যান ব্রাউনের লেখনী। রবার্ট ল্যাঙডন কে সাথে নিয়ে ঘুরিয়ে এনেছেন স্পেনের বিখ্যাত সব শহর। ব্রাউনের বই গুলা অনেক টা সাউথ ইন্ডিয়ান মশলা মুভির মত। খুব বেশী ইম্প্যাক্টেবল না বাট এঞ্জয়েবল। এই সিরিজের লাস্ট দুইটা বইয়ের চেয়ে অরিজিন বেটার। তবে প্রথম দুটোকে ছাড়িয়ে যেতে পারেনি। প্রতিবারের মতই কোড ব্রেকিং এর অংশগুলা মজার এবং ইন্টারেস্টিং।
বই প্রকাশের মাত্র ২ সপ্তাহের মাথায় অনুবাদ করায়, অনুবাদক হিসেবে অনুবাদকের বেশ সুনাম থাকার পরেও কিছুটা দ্বিধান্বিত ছিলাম। যত অভিজ্ঞই হোক এত তাড়াতাড়ি প্রায় পাঁচশ পৃষ্ঠার বই অনুবাদ করলে সেটা কেমন দাঁড়াবে এই নিয়ে। কিন্তু আশঙ্কা পাত্তাই পায়নি পড়তে শুরু করার পর। বই ভাল মন্দ মিশ্র প্রতিক্রিয়ার হলেও, অনুবাদ ফার্স্ট ক্লাস। মূদ্রণ ত্রুটি আছে কিছু। এটা বাংলা বইয়ে এখন আর বিচিত্র কিছু না, তার ওপর এত দ্রুত কাজ, আশা করি পরের মূদ্রণে এগুলা ঠিক করে ফেলা হবে। আর হ্যাঁ প্রচ্ছদ টা আরও ভাল হতে পারত। এক্সপেকটেশন ছিল আরও বেটার। আশা থাকলো পরবর্তী মূদ্রনে আরও সুন্দর প্রচ্ছদ পাবে পাঠকরা।
মূল বই: ৩.৫/৫
অনুবাদ: ৪.৫০/৫
পাঠ প্রতিক্রিয়াটি লিখেছেনঃ Anuura Shuchismita
রিভিউঃ ১ লিংক
রিভিউঃ ৩ লিংক
রিভিউঃ ৪ লিংক














