অরিজিন রিভিউ
লেখক: ড্যান ব্রাউন
origin মানে হল “উৎস”। কিসের উৎস বোঝাতে চেয়েছেন লেখক? জানতে চাইলে বইটা পুরো পড়তে হবে। এই ছোট্ট রিভিউয়ে ঠিকঠাক ব্যাখ্যা দেয়া যাবেনা। ড্যান ব্রাউন একজন মার্কিন রোমাঞ্চকর উপন্যাস লেখক। পৃথিবীব্যাপী আলোড়ন তোলা উপন্যাস দ্য দা ভিঞ্চি কোড, ২০০৩ সালে প্রকাশিত এবং সর্বাধিক বিক্রী হয়। সেখান থেকেই এই সিরিজের পথচলা শুরু।
সংক্ষিপ্ত রিভিউ কোত্থেকে এসেছি আমরা? যাবই বা কোথায়?
সেই সৃষ্টির শুরু থেকেই মানবজাতির মধ্যে এই দুটো প্রশ্নই আসছে আসছে ঘুরে ফিরে। আর এই দুই প্রশ্নের উত্তরের পেছনেই কেটে গেল পৃথীবির সৃষ্টির থেকে বর্তমান সময় পর্যন্ত সময়। আদৌও এই দুই প্রশ্নের উত্তর খুঁজে পাবো আমরা?
আর ঠিক এই মুহূর্তেই…এতদিন পর…সারা বিশ্বের সামনে প্রশ্ন দুটোর উত্তর তুলে ধরতে যাচ্ছে “বিখ্যাত বিলিয়নিয়ার ও ভবিষ্যতদ্রষ্টা, প্রযুক্তির দুনিয়ার পথ-প্রদর্শকএডমন্ড কির্শ”।সেই সাথে রবার্ট স্যারের স্টুডেন্ট এবং প্রিয় বন্ধু। স্পেনের বিলবাওতে, গুগেনহাইম জাদুঘরে বিশ্বের বড় বড় নামগুলোকে একত্রিত করেছে কির্শে। রবার্ট ল্যাংডনও এদের একজন।
রহস্য উন্মোচনের ঠিক আগ-মুহূর্তে, আততায়ীর হাতে খুন হয় কির্শ। ঘটনা চক্রে জড়িয়ে পড়ে ল্যাংডন। জাদুঘরের ডিরেক্টর আমব্রা ভিদালকে সাথে নিয়ে পালিয়ে যায় তিনি। কির্শের আবিষ্কার জনসম্মুখে প্রকাশ করতে হলে ইতিহাস আর ধর্মের নৃশংস জাল হতে খুঁড়ে বেরকরে আনতে হবে নানা সূত্র। সেই সূত্রগুলো ছড়িয়ে আছে সারা স্পেনে।
আবার ওদিকে রবার্ট এবং আমব্রার পেছনে লেগেছে ভয়ঙ্কর এক শক্তি, আপাতদৃষ্টিতে মনে হচ্ছে-সেই শক্তির নিয়ন্ত্রক স্পেনের রাজ-পরিবার।
ওরা কী পারবে, সব বাঁধা অতিক্রম করে কির্শের আবিষ্কারকে চিরতরে হারিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে?
পাঠ পতিক্রিয়া: প্রথমে ভেবেছিলাম এখানে চরম নাস্তিকতা পাওয়া যাবে তাই প্রি-অর্ডার করতে গিয়েও করিনি। পরে আর না পড়ে থাকতেই পারলাম না। বইটি নিয়ে এতোটাই আলোচনা সমালোচনা হয়েছে যে, নিজেকে দমিয়ে রাখার ক্ষমতা হারিয়ে ফেলেছিলাম। নিজের অজান্তেই পিডিএফ নামিয়ে পড়া শুরু করেছি। যাস্ট অসাধারণ।
বাউন্ডুলে পথিক