কীট : পাঠ প্রতিক্রিয়া

0
কীট
কীট -শীর্ষেন্দু মুখোপাধ্যায়

বই: কীট
লেখক: শীর্ষেন্দু মুখোপাধ্যায়
প্রকাশনী: আনন্দ পাবলিশার্স
পৃষ্ঠা সংখ্যা: ৭৮
মুদ্রিত মুল্য: ১০০ রুপি

কীট
কীট
-শীর্ষেন্দু মুখোপাধ্যায়

শীর্ষেন্দুর “যাও পাখি” আমার পড়া অন্যতম প্রিয় উপন্যাস। এরপর “কীট” উপন্যাসিকা বা বড়গল্প যাই বলেন ভালো লেগেছে। ওনার কিশোর উপন্যাসগুলো দুর্দান্ত ত বটেই!কিন্তু সেটা কথা না।

কীট উপন্যাসিকার মুখ্য চরিত্র বুডঢা। যার এক প্রবল ব্যক্তিত্বসম্পন্ন স্ত্রী রয়েছে নাম কলমী। আছে কলমীর ভাই সায়ন্তন,যে কস্টিং পড়তেছে বোনের চাপে কিন্তু ভালো লাগেনা। আছে বুডঢার মাথাপাগল বাবা। যিনি অনেক সময় পাগল হয়ে যান আবার সুস্থ হন। আছে এক আয়া আর বুডঢার সন্তান তিতি। বুডঢা আর কলমির বনিবনা হয়না। তাই বুডঢা কলমি হতে ছাড় পেতে ভাবে ওর সুদর্শন কলিগের সাথে কলমি প্রেম করুক। বুডঢা এতেই আগ্রহী। কলমির উচ্চাশা আছে। অপরদিকে এক অপরিনত মুহুর্তে কমলার সাথে সায়ন্তনের দৈহিক মিলন তাকে অধঃপতন আর হতাশায় ঠেলে দেয়।

উপন্যাসিকায় কলমি চরিত্রটি নিজেকে ব্যক্তিত্বসম্পন্ন ভাবলেও সে যে অন্তঃসারশুন্য বোকা এক মহিলা এটা বুঝেই উঠতে পারেনা। শুধু শিক্ষাগত মাথা খাটানোই ব্যক্তিত্ব না।উচ্চাশাও না। বুডঢা আর সায়ন্তন দুই অংশের নিঃসঙ্গ চরিত্র। উপন্যাসটিতে বুডঢার বাবাকেও চমৎকার লেগেছে। ওভার অল চমৎকার।

পাঠ প্রতিক্রিয়াটি লিখেছেনঃ Amirul Abedin Akash‎

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে