চাঁচড়া শিব মন্দির

0
চাঁচড়া শিব মন্দির

যশোর-বেনোপোল হাইওয়েতে অবস্থিত এই মন্দিরটির নির্মাণশৈলী আমাকে বেশ মুগ্ধ করেছে। বাংলাদেশে সচরাচর আট চালা মন্দির দেখা যায় না। মূল চার চালার ছাদের উপর আর একটি চার চালা ছাউনি তৈরি করা হয় এইটাই আট চালা মন্দিরের মূল বৈশিষ্ট। টেরাকোটার ব্যবহারের কারনে পুরা মন্দিরটা বাহির থেকে বেশ আর্কষনীয় দেখায়। এখানে নিয়োগ প্রাপ্ত সাইড কিউরেটারের কাছে জানতে পারলাম আগের টেরাকোটা গুলা ধংসপ্রাপ্ত হওয়ায় নতুন করে টেরাকোটা গুলা রি-কনস্ট্রাকসন করা হয়েছে। সৌন্দর্য বর্ধনের কাজে লাগলেও এইটার ঐতিহাসিক কোন মূল নেই। মন্দিরের বয়স ৩২১ বছর হলেও টেরাকোটা গুলা এখনও বাচ্চা ছাওয়াল। মাত্র ১১ বছর বয়স। তবে যে জিনিষটা সবচেয়ে ভাল লেগেছে এখানে ভিজিটর বুকস রাখা হয়েছে আপনার মূল্যবান মন্ত্রবের জন্য।
চাঁচড়া শিব মন্দির
“মন্দিরে প্রাপ্ত শিলালিপি থেকে জানা যায়- শ্রী মনোহর রায় ১৬১৮ শকাব্দে (শতাব্দী নয়) বা ১৬৯৬ খ্রিঃ মন্দিরটি নির্মাণ করেন। মোঘল শাসকদের কাছে রাজা প্রতাপাদিত্যের পতনের পর তার অধিনস্ত রাজ্য যে কয়জন জমিদার ‘রাজা’ উপাধি ধারণ করে শাসন করতেন তন্মধ্যে শ্রী মনোহর রায় (১৬৪০-১৭০৫ খ্রিঃ) ছিলেন অন্যতম। কথিত আছে রাজা মনোহর তার রাজ্যাভিষেক উপলক্ষে এ মন্দিরটি নির্মাণ করেন। এক কালে মন্দিরের পাশেই রাজপ্রাসাদ ছিল। এখন তা শুধুই ইতিহাস। সে প্রাসাদের অস্তিত্ব এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায় নি।” [কার্টেসি: বুরহানুর রহমান]

কিভাবে যাবেন: চাঁচড়া শিব মন্দির যশোর জেলার যশোর-বেনাপোল হাইওয়েতে অবস্থিত। যশোর মনিহার বাস স্ট্যান্ড থেকে চাঁচড়া ১৫ মিনিটের রিকশা বাহনের দূরত্ব।

লেখকঃ Ashik Sarwar‎

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে