চোখ মেললেই চা বাগান, যেদিকেই তাকাই চোখ সরাতে ইচ্ছে করে নাহ, হারিয়ে যেতে ইচ্ছে করে মনমুগদ্ধকর সৌন্দর্য এর মাঝে। ভাবতেই অবাক লাগে চা বাগানগুলো কত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে এখানে।
কি নেই এই #শ্রীমঙ্গল এ? সব কিছুই আছে এখানে।
চা বাগান, রাবার বাগান, ছোট ও মাঝারি আকারের পাহাড়, টিলা, ঝর্ণা, জঙ্গল, লেক, পার্ক, ৫ তারকা হোটেল সবকিছুই আছে এখানে।
১ বা ২ দিন সময় হাতে নিয়ে ঘুরে আসতে পারেন মৌলভিবাজার জেলার এই শ্রীমঙ্গল এ।
এখানে যা যা দেখতে পাবেন:
১. লাউয়াছড়া জাতীয় উদ্যান / লাউয়াছড়া রেইন ফরেস্ট
( এর অবস্থান শ্রীমঙ্গল থেকে একটু দূরে, যেতে ২০-৩০ মিনিট এর মত সময় লাগবে। এন্ট্রি ফি ৫০টাকা জনপ্রতি, ছাত্র/ছাত্রীদের জন্য ২০ টাকা)
২. মাধবপুর লেক
( লাউয়াছড়া রেইন ফরেস্ট থেকে এখানে যেতে ১৫-২০ মিনিট সময় লাগবে)
৩. বিজিবি বদ্ধভূমি
(এটি শহরের কাছেই, ছোট একটি পার্কের মত)
৪. খাসিয়া পল্লি
(এখানে দেখতে পাবেন মাটির ঘর। প্রায় সবগুলো ঘর ই মাটি দিয়ে তৈরী)
৫. লাল টিলা
(চা বাগান এ ছবি তুলার জন্য এইই জায়গাটা বেস্ট, সাথে আছে লাল টিলা। লাল টিলার উপর থেকে বাগানের সৌন্দর্য ভালভাবে দেখতে পাওয়া যায়)
৬. নিলকন্ঠ চা কেবিন:
( ৭-৮ লেয়ার চা যদি খেতে চান এখানে জেতে পারেন। শ্রীমঙ্গল এ এদের চা অনেক ভাল। ৭ লেয়ার চা ৭০ টাকা। রেগুলার চা ও আছে ১০ টাকা করে।)
যেভাবে যাবেন:
বাসে বা ট্রেন এ গেলে সরাসরি শ্রীমঙ্গল যাবেন।
স্পটগুলো ঘুরার জন্য সবচেয়ে ভাল উপায় হচ্ছে শহর থেকে সি.এন.জি রিজার্ভ করা (বড় টিমের জন্য লেগুলা/জিপ)। রিজার্ভ করার সময় অবশ্যই স্পটগুলো বলে নিবেন আর ভাড়া দরদাম করে নিবেন।
১ দিনের মদ্ধ্যে সবগুলো স্পট ঘুড়িয়ে দেখাবে আপনাকে।
বিশেষ দ্রষ্টব্য :
ভ্রমনকালীন অবস্থায় কোন ধরনের অপচনশীল দ্রব্য, অবশিষ্ট খাবার ফেলে আসবেন নাহ। আপনার এই কার্যক্রম আমাদের দেশের সৌন্দর্য নষ্টের কারন হয়ে দারাবে।
লেখকঃ MD Sayed Hossen