দখল
লতিফুল ইসলাম শিবলী
প্রকাশনি: নালন্দা
মুদ্রিত মূল্য: ৩০০
পৃষ্ঠা: ১৪২
***মায়া নগরী বলা হয় ঢাকাকে। কঠিন সত্যের শহর ঢাকা। এই শহরে থেকেও আমরা এই শহরের আসল রুপ জানি না। এই মায়ানগরীর আরেক রুপ আছে যা চোখে দেখতে পায় না আমজনতা। এক দুনিয়ের মধ্যে আরেক দুনিয়া। সহজে বললে আন্ডারওয়ার্ল্ড। এখানে সরকার ২ প্রকার, সরকারি সরকার আর বে-সরকারী সরকার। এই বে সরকারি সরকার তারা, যারা চালায় এই ঢাকাকে।
এই আন্ডারওয়ার্ল্ড এর বস ডেভিড, যেকিনা হতে পারতো ভালো কোন নেতা, রাজনীতির ফাদে পড়ে সেই সম্ভাবনাময় তরুন হয়ে গেছে অন্ধকারের সম্রাট। একজনের বিশ্বাস বদলে দেয় তার চিন্তা, তার কর্মপন্থা, তার জীবনাদর্শন।
আর কবি অনিন্দ্য আকাশ, বাংলার সম্ভাবনাময় একজন কবি। তার সব কবিতা একজনের জন্য।
যে তার কবিতাকে ধারন করে, কবির সমস্ত ধ্যান জ্ঞান সে। তার জন্য সাধনা করে কবি।
এই দুই পুরুষের জীবনের লক্ষ্য এক বিন্দুতে এসে মিলিত হয়। ভালোবাসার জন্য কোমল হৃদয়ের কবি হয়ে উঠে নিষ্ঠুর খুনি আর নিষ্ঠুর খুনি হয়ে উঠে ক্ষমাশীল। এক নারীর মন দখলের লড়াই চলতে থাকে। তবে তা দুজনের মধ্যে থাকে না, ছড়িয়ে পড়ে পুরো শহর জুড়ে।
আচিন শহর ঢাকা জুড়ে কে পাবে সেই নারীর মন, কার দখল এ থাকবে সে?
বইটি পড়ে মিশ্র অঅনুভূতি কাজ করেছে, ভালোলাগা আর প্রচন্ড মন খারাপ দুটোতে আচ্ছন্ন হয়ে ছিলাম অনেকটা সময়। পড়ে ফেলুন বইটি, হতাশ হবেন না।
প্রিয় লাইন: * রক্ত মাংসের শরীর নিয়ে নারীকে নিষ্পাপ স্পর্শ করা যায় না হে কবি। নারীর মন স্পর্শ না করে তার দেহ স্পর্শ করাটাই বর্বরতা।
* হৃদয় জয় এর জন্য শুধু মুগ্ধতাই একমাত্র অস্ত্র নয়।
*ক্ষমা করতে ক্ষমতা লাগে। ক্ষমা ক্ষমতাবানের গুন।
* আমি ডানে তাকালে
না দেখা থেকে যায় পুরো বাম দিক
সামনে তাকালে
সম্পূর্ণ পেছন আমার অদৃশ্যমান।
অথচ চোখ বুজলেই
আমার দশদিক জুড়ে
তোমাকে দেখা হয়ে যায়।।
পাঠ প্রতিক্রিয়াটি লিখেছেনঃ জেসমিন নীপো