ফাইভ পয়েন্ট সামওয়ান : পাঠ প্রতিক্রিয়া

0
ফাইভ পয়েন্ট সামওয়ান

বইয়ের নামঃ ফাইভ পয়েন্ট সামওয়ান
লেখকঃ চেতন ভগত
অনুবাদঃ আদনান আহমেদ রিজন
প্রকাশকঃ আদি প্রকাশনী
প্রকাশকালঃ আগস্ট ২০১৭
মুদ্রিত মূল্যঃ ২৫০

অলক, হরি ও রায়ান সম্পূর্ণ অপরিচিত তিনজন মানুষ একই বছর ভর্তির সুযোগ পায় ভারতের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান আইআইটি তে। অলক ও হরি যখন প্রথম দিন র‍্যাগিং এর স্বীকার হতে নেয় তখনই তাদের সাহায্যে এগিয়ে আসে রায়ান। বন্ধুত্বের শুরু সেখান থেকেই। একই ডিপার্টমেন্ট এবং হোস্টেল ও একই হবার ফলে বন্ধুত্ব জমতে খুব একটা সময় লাগেনি। আইআইটি তে প্রচণ্ড চাপ দেয়া হয়। পড়ালেখার সেই চাপে আর সকলের মত পিষ্ট আমাদের গল্পের এই ত্রয়ী। কিন্তু রায়ান কিছুটা স্বাধীনচেতা। সে মনে করে শিক্ষা ব্যবস্থায় গলদ রয়েছে। হরিও রায়ানের সাথে একমত। আসলে সে রায়ানের মতই হতে চায়। রায়ান যা বলে তাইই করে হরি। ফলস্বরুপ প্রথম সেমিস্টারে শেষেই তারা হয়ে গেল ফাইভ পয়েন্টার। ঘোর ঝগড়া করে অলক হয়ে গেল দলছুট। কারণ তাকে ভালো করতে হবে। ভালো একটা চাকরি করতে হবে। বোনের বিয়ে দিতে হবে। ফাইভ পয়েন্ট সামথিং তার জন্য যথেষ্ট নয়। ওদিকে মোটা হরি প্রেম শুরু করে তাদের ডিপার্টমেন্ট হেডের একমাত্র মেয়ের সাথে। আড্ডা,ছবি দেখা, মদ গেলা সবই চলতে থাকে । মাঝে মাঝে চলে পড়ালেখা। ভবিষ্যতে কি অপেক্ষা করছে ফাইভ পয়েন্টারদের ভাগ্যে। অলক কি আর কখনো ফেরত আসবে না তাদের দলে?

পাঠ পতিক্রিয়া- এটা থেকে অনুপ্রাণিত হয়ে থ্রি ইডিয়টস নির্মিত হয়েছে। এটা ভেবে কেউ যদি বইটি না পড়েন তাহলে হয়ত ভুল হবে। মুল ব্যাপারটা এক থাকলেও বইটি সম্পূর্ণ ভিন্ন। বলতে গেলে সিকিভাগ মিলও নেই ছবির সাথে। তবে বইটা যে খুব আহামরি তাও না। এরচেয়ে বরং মুভিটাই বেশ জমজমাট। রিজন ভাইয়ের অনুবাদ প্রথমবারের মত পড়লাম। ব্যক্তিগতভাবে আমার বেশ ভালো লেগেছে। পছন্দের অনুবাদকের তালিকায় উনার নামটাও চলে আসলো। ভবিষ্যতে উনার থেকে আরও ভালো কাজের আশা করব।

পাঠ প্রতিক্রিয়াটি লিখেছেনঃ Rashikur Rahman Rifat‎

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে