হ্যারি পটার অ্যান্ড দি ফিলসফারস স্টোন : পাঠ প্রতিক্রিয়া

0
হ্যারি পটার

বই – হ্যারি পটার অ্যান্ড দি ফিলসফারস স্টোন
লেখিকা – জে.কে. রাওলিং
অনুবাদক – সোহরাব হাসান ও শেহাবউদ্দিন আহমেদ
হ্যারি পটার
গল্পের শুরু ভাগ্যবিড়ম্বিত এক শিশু হ্যারি পটারকে নিয়ে। বাবা-মা মারা যাওয়ার পর জাদুকর হ্যাগ্রিড তাকে রেখে যায় ৪ নম্বর প্রিভেট ড্রাইভে, হ্যারির আঙ্কল এবং আন্টের কাছে। সেখানে আন্ট পেতুনিয়ার ছেলে ডাডলির সাথে বড় হতে থাকলেও ছিল না কোনো সুযোগ সুবিধা। সেখানে হ্যারির জীবন ছিল দুর্বষহ। এরই মধ্যে হোগওয়ার্টস নামক জাদুবিদ্যার স্কুল থেকে চিঠি আসতে থাকে হ্যারির নামে।
কিন্তু আঙ্কল এবং আন্ট হ্যারিকে সেসব চিঠি পড়তে দেন না। এরপর একদিন হ্যাগ্রিড নিজেই এসে হ্যারিকে স্কুলে যাওয়ার ব্যবস্থা করে দেয় এবং হ্যারির বাবা-মায়ের মৃত্যুর সংবাদ জানায়।

হোগওয়ার্টস স্কুলে যাওয়ার পর হ্যারির জীবন পাল্টে যেতে থাকে। অবাক হয়ে খেয়াল করে সে কত বিখ্যাত অথচ সে জানেই না! এই স্কুলেই
সে পায় তার প্রাণপ্রিয় দুই বন্ধু রন এবং হারমিওনকে। একের পর এক চ্যালেঞ্জ হাজির হতে থাকে… অত্যন্ত সাহস এবং ধৈর্য্যের সাথে হ্যারি কিভাবে প্রতিপক্ষের মোকাবিলা করে তা জানতে অবশ্যই পড়তে হবে ‘হ্যারি পটার অ্যান্ড দি ফিলসফারস স্টোন’ বইটি।

পাঠ প্রতিক্রিয়াঃ
এক বিস্ময়কর সৃষ্টির নাম হ্যারি পটার! ১১ বছর বয়সী অনাথ এই শিশুটি জে.কে. রাওলিং এর কলমে হয়ে উঠেছে অনন্য সাধারণ। শিশু-কিশোররা রূপকথা শুনতে ভালোবাসে। লেখিকা তাদের জন্য রূপকথা লিখেছে। গল্পের ছলে পুরে দিয়েছেন জীবন বাস্তবতার নির্মম চিত্র। সেই সাথে এখানে খুঁজে পাওয়া যাবে মাতৃ হৃদয়ের চিরন্তন স্নেহশীলতা।

বইটি প্রথমবার পড়ার সময় জাদুবিষয়ক ব্যাপারগুলো বুঝতে একটু অসুবিধা হতে পারে। তবে এটা তেমন কোনো ব্যাপার না। বরং জাদুর স্পেলিংগুলো মজাই লাগে। বইটি এ পর্যন্ত ১০ বার পড়া হয়ে গেছে। যতবারই পড়ি মনে হয় আমিও হ্যারির সাথে হোগওয়ার্টসে আছি..আহা!
যদি হোগওয়ার্টস বলে সত্যিই কোনো স্কুল থাকতো!

রেটিংঃ ৫/৫

বই সম্পর্কিত তথ্যাবলিঃ
প্রকাশনীঃ অঙ্কুর (আরো অনেক প্রকাশনী বইটি প্রকাশ করেছে)
পৃষ্ঠাঃ ২৭১
পাঠ প্রতিক্রিয়াটি লিখেছেনঃ মুহাইমিনা তানশীত