২ দিনের ট্যুরে ঘুরে আসুন পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে

0
কাজী এন্ড কাজী টী এস্টেটের আনন্দধারা রিসোর্ট। পঞ্চগড়ের তেঁতুলিয়া.
কাজী এন্ড কাজী টী এস্টেটের আনন্দধারা রিসোর্ট। পঞ্চগড়ের তেঁতুলিয়া.

২ দিনের ট্যুরে ঘুরে আসুন পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে। পঞ্চগড়ে শুধু কাঞ্চনজঙ্ঘাই নয় দেখার মত আরো অনেক কিছু আছে।

প্রথমে আসি কিভাবে যাবেনঃ
ঢাকার গাবতলী এবং আবদুল্লাহ পুর থেকে বাস আছে। আমরা হানিফ বাসে গিয়েছিলাম।
সময় লাগবে ১১ থেকে সাড়ে ১১ ঘন্টা।

যা যা দেখতে পারবেনঃ
১. বাংলাবান্ধা জিরো পয়েন্ট।
২. তেঁতুলিয়া ডাক-বাংলো থেকে মহানন্দা নদী।
৩. কাজী এন্ড কাজী টী এস্টেট।
৪. আনন্দধারা রিসোর্ট ( ভিতরে ঢুকতে রেফারেন্স লাগবে)।
৫. সমতল ভূমিতে চা বাগান।
৬. বাংলাদেশের একমাত্র রকস্ মিউজিয়াম।
৭. মহারাজার দীঘি।
৮. বাংলাদেশের সবচেয়ে মোটা কাঞ্চন বাঁশ।

কাজী এন্ড কাজী টী এস্টেটের আনন্দধারা রিসোর্ট। পঞ্চগড়ের তেঁতুলিয়া.
কাজী এন্ড কাজী টী এস্টেটের আনন্দধারা রিসোর্ট। পঞ্চগড়ের তেঁতুলিয়া.

কাজী এন্ড কাজী টী এস্টেটের আনন্দধারা রিসোর্ট।
কাজী এন্ড কাজী টী এস্টেটের আনন্দধারা রিসোর্ট।

কাজী এন্ড কাজী টী এস্টেট ঘুরে বের হওয়ার সময় তাদের সেলস্ স্টোর মিনি মিনা বাজার থেকে বিভিন্ন ফ্লেভারের চা পাতি/ টী ব্যাগ আনতে পারবেন।
সমতল ভূমিতে চা বাগান
সমতল ভূমিতে চা বাগান

বাংলাদেশের একমাত্র রকস্ মিউজিয়াম
বাংলাদেশের একমাত্র রকস্ মিউজিয়াম

বাংলাবান্ধা
বাংলাবান্ধা

থাকার ব্যবস্থাঃ
১. ডাক বাংলো আছে।
২. সীমান্তের পাড় নামে একটা হোটেল আছে।

খরচঃ
ঢাকা থেকে তেঁতুলিয়া বাস ভাড়া ৭০০ টাকা। হোটেল ভাড়া ৫০০-৭০০ টাকা ( ২ জনের বেড)। খাবার তুলনামুলক সস্তা। অটো বাইক রিজার্ভ করে ঘুরতে পারেন ২০০/৩০০ টাকা।
২ দিন ১ জনের জন্য সব খরচ মিলিয়ে ২৫০০-২৭০০ টাকা পরবে

তেঁতুলিয়া উপজেলায় মানুষ খুবই কম এবং মানুষের ব্যবহার অনেক ভালো।

ঘুরতে যাবেন ভালো কথা কিন্তু পরিবেশের যেন কোন ক্ষতি না হয় সে দিকে অবশ্যই খেয়াল রাখবেন। পানির বোতল, চিপসের প্যাকেট,ময়লা যেখানে সেখানে ফেলবেন না।
আপনার ভ্রমণ আনন্দদায়ক হোক।

লেখকঃ Ayub Khan