Turtuk & Mount Godwin Austen (K2), Ladakh, Kasmir (তুরতুক এবং মাউন্ট গডউইন অস্টিনের গল্প)

0
প্রকৃতি নিজ হাতে সাজিয়েছে তুরতুক কে

আজ একটা গ্রামের গল্প বলবো। একটা কাশ্মীরি গ্রাম। নাম “Turtuk”। লাদাখের লেহ শহর থেকে Nubrah valley -র ওপর দিয়ে ৮ ঘন্টা ড্রাইভ করে ২২০ কি.মি পাহাড়ী পথ পাড়ি দিয়ে পৌছতে হবে গ্রামটিতে। Turtuk কে বলা হয় Siachen glacier এর gateway। গ্রামটার অবস্থান আরেকটু পরিষ্কার করলেই বুঝা যাবে আসলে পৃথিবীর ঠিক কোথায় এটি। ভারত-পাকিস্তান বর্ডার (লাইন অফ কন্ট্রোল) থেকে মাত্র ২ কি.মি কাছে পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার থেকে ৭০-৮০ কি.মি কাছাকাছি গ্রামটি। এখান থেকে স্পষ্ট দেখা যায় কারাকোরাম পর্বতরেঞ্জে অবস্থিত পৃথিবীর ২য় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ K2 (Mount Godwin Austin) যা অনেক অনেক Mountaineer এর কাছে সামনা সামনি এখনো অদেখা!!! প্রতি ৪ জনের একজন মৃত্যুবরণ করে K2 জয় করতে আর শীতকালে এখন পর্যন্ত K2 কেও জয় করতে পারেনি!!! ২০১১ সালের আগ পর্যন্ত Turtuk এ পর্যটকদের যেতে দেয়া হতো না। এখন সীমিত সংখ্যক পর্যটককে যেতে দেয়া হয় তবে এর জন্য অবশ্যই লেহ’র লোকাল মানুষের সহযোগিতা লাগবে, প্রয়োজন অত্যন্ত দক্ষ একজন ড্রাইভারের এবং লেহ শহর থেকে special permit। আর পথে অন্তত ৪-৫ বার আপনার পাসপোর্ট চেক করবে indian army। এতো কড়াকড়ির কারণ কি? তাহলে আরেকটু ভেতরে যাওয়া যাক।

যেনো শিল্পীর তুলিতে আঁকা
যেনো শিল্পীর তুলিতে আঁকা
বয়ে চলা পাহাড়ি ঝরনা
বয়ে চলা পাহাড়ি ঝরনা

Turtuk ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর গত ১০০ বছর পূর্বের ইতিহাসটা পরে বলবো। ‘৭১ এর পরবর্তী অংশটা আগে বলি। ‘৭১ এর পূর্বে Turtuk পাকিস্তানের অধীনে ছিলো। ‘৭১ এর ডিসেম্বর মাসের শুরুতে ভারত যখন বাংলাদেশকে সরাসরি সহযোগীতা করা শুরু করলো তখন পাকিস্তান ভারতের সাথে কাশ্মির সীমান্তে যুদ্ধ ঘোষণা করলো। ফলাফল হলো হিতে বিপরীত। ভারত Turtuk ও এর আশেপাশের ৮-১০ কি.মি এলাকা উল্টা পাকিস্তান থেকে দখল করে নিলো। তখন থেকে Turtuk ভারতের অধীনে। ‘৯৯ এ কারগিল যুদ্ধে পাকিস্তান আবারো চেষ্টা করেছিলো Turtuk দখলে নিতে। কিন্তু ব্যর্থ হয়। আশা করি পাঠকদের কাছ এ গ্রামটার অবস্থান অনেকটা পরিষ্কার। আরো একটু যোগ করি। ওসামা বিন লাদেনকে ধরা হয়েছিলো যে গ্রাম থেকে Abbottabad সেটা Turtuk থেকে মাত্র ১০০-১৫০ কি.মি এর মধ্যে! এখন অনেকে মনে মনে বলতেছে, “ওখানে কি মরতে গেছিলাম আমি?!?!” এ প্রশ্নের উত্তরে বলতে হয় – “হ রে ভাই। মরতেই গেছিলাম। আমি খুন হয়ে এসেছি ঐ ১টা দিনের Turtuk এর সৌন্দর্যের কাছে। একটা মানুষকে পাগল বানানোর জন্য কি নেই সেখানে!!! চারপাশের রূক্ষ ৮-১০ হাজার ফুট উঁচু পাহাড় আর পাহাড়ের চুঁড়া থেকে বরফ গলা পানির বিশাল বিশাল সব জলপ্রপাত নেমে আসছে এই সবুজ গ্রামটার ঠিক মাঝ দিয়ে। গাছে গাছে ঝুলছে আপেল, আঙ্গুর, নাশপাতি, ব্ল্যাকবেরি আরো কত রকম ফল। Turtuk সবচেয়ে বেশি বিখ্যাত Apricot নামের দামি ফলটার জন্য। এতো rare একটা ফল; অথচ এখানে খাবার মানুষ নাই। যেখানেই যাই apricot গাছ। আর ফলগুলোর স্বাদ কি বলবো!!! জীবনের স্বাদ মিটাই খাইছি সব। আহ!!!

মেঘ আর পাহাড়ের কথোপকথন
মেঘ আর পাহাড়ের কথোপকথন

আরো আগে চলে যাই। Turtuk village ঐতিহাসিক ভাবে যে এলাকার মধ্যে পড়ে তার নাম Baltistan (Not Balochistan)। ১৬০০ শতকের মুসলিম লেখকরা এ এলাকার নাম দেন “Little Tibet”, যা ১৯ শতকের শুরু পর্যন্ত সম্পূর্ণ Independent valley ছিলো। একদিকে পাকিস্তান, অন্যদিকে ভারতের লাদাখ (যাকে তখন বলা হতো Great tibet) আর একদিকে চীনের তিব্বত। আর এ সবের ঠিক মাঝে বিশাল এলাকা Baltistan। ঐতিহাসিক Baltistan এর art, music, culture, architecture এ সব কিছুরই দেখা মেলে Turtuk এ। এ গ্রামে অবস্থিত হাজার বছরের পুরানো মিউজিয়ামের ক্ষুদ্র খন্ডাংশ আজো রয়েছে। ঐ মিউজিয়ামেই দেখা মিলবে সাম্রাজ্য ছাড়া এক রাজার! বংশ পরম্পরায় যিনি এখনো Baltistan এর সকল ঐতিহ্য অত্যন্ত যত্ন করে লালন করে আসছে। তার ছোট্ট মিউজিয়ামটায় দেখলাম ৮০০ শতক হতে এখন পর্যন্ত রাজবংশের পুরো তালিকা যা দেয়ালে এবং শত শত বছরের পুরাতন ডায়েরীতে এখনও লিপিবদ্ধ করা। রাজাদের ব্যবহার্য তলোয়ার, বল্লম, ঘোড়ার জিন, পলো খেলার সরঞ্জাম, ব্যবহার্য পোষাক, বাসনপত্র। ছোটবেলা থেকেই coin collection আমার একটা hobby. ঐ জায়গায় ৮০০-৯০০ সালের মুদ্রা, king Edward 5 -র সময়কাল মুদ্রা দেখে মাথা টোটালি নষ্ট আমার। যাবার সময় Baltistan এর শেষ রাজার সাথে একটা ছবিও নিলাম।

অদ্ভুত সুন্দর শস্য শ্যামল তুরতুক গ্রাম
অদ্ভুত সুন্দর শস্য শ্যামল তুরতুক গ্রাম

Turtuk এর মানুষের ভাষা বাল্তি, লাদাখি এবং উর্দু। গ্রামের সকলেই মুসলিম। Turtuk কে বলা হয় লাদাখের সবচেয়ে উর্বর ভূমি। কোন কিছুরই অভাব নেই এখানে। ঘর বানানোর জন্য যা যা প্রয়োজন- জায়গা, জমি, পাথর, পানি সবই মিলবে অজস্র। শুধু বানিয়ে নিতে হবে। গবাদি পশু পালনের জন্য চারণভূমিরও কোন অভাব নেই। এ গ্রামের বর্তমান প্রজন্ম নিজেদের ইন্ডিয়ান বলতে পছন্দ করে, আর পূর্বের প্রজন্ম পাকিস্তানি। আমরা যে বাড়িতে উঠেছিলাম বাড়ির গৃহকর্তার সাথে তার বোনের আজ ৩৫ বছর দেখা নেই। শুধু ফোনে কথা হয়। অথচ ২ কি.মি পরে পাকিস্তানে থাকে বোন। পাকিস্তানে যাওয়া বা পাকিস্তান থেকে আসার জন্য ভিসাও সম্পূর্ণ বন্ধ। শুনে কষ্ট লেগেছিলো খুব।

অদ্ভুত সুন্দর শস্য শ্যামল তুরতুক গ্রামঃ

অদ্ভুত সুন্দর শস্য শ্যামল তুরতুক গ্রাম
অদ্ভুত সুন্দর শস্য শ্যামল তুরতুক গ্রাম

তুরতুকের স্হানীয় শিশু , খুবই অতিথি পরায়ণ ওরা
তুরতুকের স্হানীয় শিশু , খুবই অতিথি পরায়ণ ওরা
স্হানীয় বাড়িঘর , পাহাড়ি পাথর আর কাঠ দিয়ে তৈরি
স্হানীয় বাড়িঘর , পাহাড়ি পাথর আর কাঠ দিয়ে তৈরি

পুরো তুরতুক জুড়েই সবুজের সমারহ – আপেল, এপ্রিকট, আঙুরের সারি সারি গাছ
পুরো তুরতুক জুড়েই সবুজের সমারহ - আপেল, এপ্রিকট, আঙুরের সারি সারি গাছ
পুরো তুরতুক জুড়েই সবুজের সমারহ - আপেল, এপ্রিকট, আঙুরের সারি সারি গাছ
পুরো তুরতুক জুড়েই সবুজের সমারহ - আপেল, এপ্রিকট, আঙুরের সারি সারি গাছ
পুরো তুরতুক জুড়েই সবুজের সমারহ - আপেল, এপ্রিকট, আঙুরের সারি সারি গাছ

তুরতুক আপেলের জন্য প্রসিদ্ধ
তুরতুক আপেলের জন্য প্রসিদ্ধ

প্রকৃতি নিজ হাতে সাজিয়েছে তুরতুক কে
প্রকৃতি নিজ হাতে সাজিয়েছে তুরতুক কে
প্রকৃতি নিজ হাতে সাজিয়েছে তুরতুক কে

কারাকোরাম পর্বতরেঞ্জে অবস্থিত পৃথিবীর ২য় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ K2 (Mount Godwin Austin)
কারাকোরাম পর্বতরেঞ্জে অবস্থিত পৃথিবীর ২য় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ K2 (Mount Godwin Austin)

কারাকোরাম পর্বতরেঞ্জে অবস্থিত পৃথিবীর ২য় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ K2 (Mount Godwin Austin)

পৃথিবীর ২য় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ K2 (Mount Godwin Austin) ,প্রতি ৪ জনের একজন মৃত্যুবরণ করে K2 জয় করতে আর শীতকালে এখন পর্যন্ত K2 কেও জয় করতে পারেনি।

বালিস্তান সাম্রাজ্যের ইতিহাস
বালিস্তান সাম্রাজ্যের ইতিহাস

তুরতুকের জাদুঘরে সংরক্ষিত বালিস্তান ডাইনেস্টির স্মৃতিচিহ্ন
তুরতুকের জাদুঘরে সংরক্ষিত বালিস্তান ডাইনেস্টির স্মৃতিচিহ্ন
তুরতুকের জাদুঘরে সংরক্ষিত বালিস্তান ডাইনেস্টির স্মৃতিচিহ্ন
তুরতুকের জাদুঘরে সংরক্ষিত বালিস্তান ডাইনেস্টির স্মৃতিচিহ্ন
তুরতুকের জাদুঘরে সংরক্ষিত বালিস্তান ডাইনেস্টির স্মৃতিচিহ্ন

বালিস্তান সাম্রাজ্যের সর্বশেষ প্রতিনিধি এবং শেষ সম্রাট
বালিস্তান সাম্রাজ্যের সর্বশেষ প্রতিনিধি এবং শেষ সম্রাট

এক বসায় অনেক কিছু লিখে ফেললাম। জীবনে কখনও লেহ যাওয়া হলে ঐতিহাসিক Nubrah valley’র Shayok river এর কূলে গড়ে ওঠা হাজার বছর আগের Turtuk গ্রামটা ঘুরে দেখে আসবেন। আর Leh to Turtuk যাবার মাঝের ৭-৮ ঘন্টা Nubrah valley – ভ্রমণের গল্প নিয়ে পরে আবার কখনও আসবো।

লেখক : ডা: আরিফ উর রহমান

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে