একই নাম্বারের হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে চারটি ডিভাইসে

0

স্মার্টফোন ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুবিধা পরীক্ষা করে দেখছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ফেসবুকের মালিকানাধীন যোগাযোগের এই সেবা প্রথমবারের মতো নতুন ফিচারটি পরীক্ষামূলকভাবে চালিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে।

বর্তমান সময়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হলে মূল বিষয়টি স্মার্টফোন নির্ভরই হয়। ডেস্কটপ অ্যাপ এবং ওয়েবসাইটে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুবিধা থাকলেও সেটি মূলত স্মার্টফোন অ্যাপের প্রতিলিপি। ডেস্কটপে হোয়াটসঅ্যাপ ব্যবহারের ক্ষেত্রে স্মার্টফোন থেকে কিউআর কোড স্ক্যান করার পাশাপাশি ইন্টারনেটে যুক্তও রাখতে হয়।

এখনো পরীক্ষিত অবস্থায় থাকা নতুন সুবিধায় ব্যবহারকারীর মোবাইলের ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলেও বন্ধ হবে না বার্তার আদান-প্রদান।

হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়, পিসি এবং ট্যাবের মতো সর্বোচ্চ চারটি ডিভাইসে একসাথে হোয়াটসঅ্যাপ অ্যাপটি ব্যবহার করা যাবে। প্রথমে অল্প কিছু নির্ধারিত ব্যবহারকারীর জন্য পরীক্ষামূলকভাবে এই সুবিধাটি রাখা হবে। ব্যবহারকারীর মন্তব্য ও ভালোলাগার ভিত্তিতে আরো গবেষণা ও উন্নয়নপর্ব শেষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে হোয়াটসঅ্যাপের এ ফিচারটি।