নিশিডাকিনী : একটি পাঠ প্রতিক্রিয়া

0
নিশিডাকিনী

দৃষ্টির অগোচরে থাকা অতিপ্রাকৃত জগতের উপর লেখা গল্পগুলো বরাবরই প্রিয়। তাই নিশিডাকিনী পড়ার জন্য অত্যন্ত উৎসাহী ছিলাম। সেবার নতুন এই মৌলিক রোমাঞ্চ হরর বইটিতে ছোট – বড় মোট ১৬ টি গল্প রয়েছে। নিশিডাকিনী

অতিথি (রজন চক্রবর্তী)
এক লোকের বাসায় আসা এক অতিথির উপস্থিতির পর থেকে শুরু হওয়া অস্বাভাবিক ঘটনা নিয়ে কাহিনী ,খারাপ লাগেনি পড়তে।

আত্মা (রিয়াজুল আলম শাওন)
এক লোকের মৃত নানীর আবার ফিরে আসা নিয়ে কাহিনী। গৎবাঁধা কাহিনী হলেও পড়তে ভালো লেগেছে।

কুকুর (ডা.রেজা আহমেদ)
এক লোকের কুকুর নিয়ে প্যারানয়া নিয়ে কাহিনী। এ গল্পে আরেকটু ডিটেলিং আশা করেছিলাম ,যেন হঠাৎ করেই শেষ হয়ে গেল।

আবাহন (মাহবুব আজাদ)
গ্রামের বাংলোয় বেড়াতে এসে পাঁচজন বন্ধুর এক এডভেঞ্চার নিয়ে এ গল্প। আমার মতে সংকলনের সেরা কয়েকটা গল্পের ভিতরে একটা,দুর্দান্ত লেগেছে।

আয়না (প্রিন্স আশরাফ)
এক মেয়ের আয়নায় নিজের বদলে আরেকজনকে দেখা নিয়ে কাহিনী শুরু। টিপিক্যাল লাগলো গল্পটা।

ছায়াশ্বাপদ (আবুল ফাতাহ)
এটাও কুকুর নিয়ে কাহিনী। এক লোকের পিছনে হঠাৎ তিনটা কুকুর চলতে শুরু করে ,এখানেও কিছু ডিটেলিং দেয়া যেতে পারতো বলে মনে হয়েছে।

নিশিডাকিনী (সুষুপ্ত পাঠক)
এক গ্রামে স্কুল শিক্ষক নিয়োগ পাবার পরে জানতে পারে কোন এক কারণে এর আগের তিন জন শিক্ষক মারা গেছেন এবং এ নিয়েই গল্পের কাহিনী। হরর গল্প হিসেবে পারফেক্ট।

শেষ রাতের ট্রেন (রাজীব চৌধুরী)
এক লোকের শেষ রাতের ট্রেন ধরা নিয়ে এ গল্প। আসলে এ টাইপের গল্প অনেক পড়া হয়েছে দেখে প্লটটা সাদামাটা লাগলো ,তবে ওভার অল খারাপ না।

কালচৈত্রীর বজ্রপাত (মোঃ নাসির খান)
বাবু নামের এক লোকের চৈত্র মাসের এক রাতকে ঘিরে এ গল্পের কাহিনী। প্লটটা একটু কনফিউজিং হলেও ইন্টারেস্টিং।

আত্মহত্যা (আফজাল হোসেন )
হেলেন নামের আত্মহত্যা প্রবন এক মেয়েকে নিয়ে কাহিনী। প্রথম থেকে শেষ পুরোটাই দারুন। বেশ ভালো লেগেছে এ গল্পটা পড়তে।

অশুভের বিদায় (সাঈদ শিহাব)
এক হোস্টেলে অপু নামের এক ছাত্রের সাথে ঘটা অদ্ভুত কিছু ঘটনা নিয়ে সাজানো। স্টোরিটেলিং কিছুটা ডিফারেন্ট লাগলো ,মোট কথা অন্যন্য গল্প থেকে কিছুটা ভিন্ন ধাঁচের ,এ রকম গল্পই আশা করেছিলাম এ সংকলনে ।

অভিশাপ (মিজানুর রহমান কল্লোল)
এটার স্টোরিটাও একটু ডিফারেন্ট , গল্পটা ভালো লেগেছে বলা যায়।

নিষুপ্তি (সৈয়দ অনির্বাণ)
প্রথম দিকে টিপিক্যাল মনে হলেও শেষটা বেশ চমকপ্রদ। লেখকের শোণিত উপাখ্যান পড়া থাকলে এ গল্পটা আরো ভালো লাগবে ।

পানিমুড়া (শাহেদ জামান)
বাংলাদেশের আরবান লিজেন্ড পানিমুৱা নিয়ে ছোটগল্প, ভালো হয়েছে।

নিতাই ফকির (তৌফির হাসান উর রাকিব)
নিতাই নামের এক অদ্ভুত লোককে নিয়ে কাহিনী। এই গল্পের ফিনিশিং পরে থ হয়ে গেছি ,দুর্দান্ত এক ফিনিশিং গল্পটাকে অন্য মাত্রায় নিয়ে গেছে।

এবার আসি সংকলনের সবচেয়ে বড় আর সবচেয়ে দুর্দান্ত গল্প নিয়ে। মুহম্মদ আলমগীর তৈমুরের “প্রাচীন মুদ্রা”। নাম দেখেই বোঝা যায় প্রাচীন মুদ্রা কে নিয়ে এই গল্পের কাহিনী।তবে বাকি গল্প গুলো থেকে একে আলাদা করেছে লেখকের অসাধারণ লেখনী। গল্পের সেটিং আর স্টোরিটেলিং দুটোই অনবদ্য লেগেছে। এক কথায় এ দেশের সেটিং এ অসাধারণ মানের এক নভেলা “প্রাচীন মুদ্রা”।

এক নজরে নিশিডাকিনী

সম্পাদনা -তৌফির হাসান উর রাকিব
প্রকাশকাল – ২০১৭ (সেবা প্রকাশনী)
জনরা – হরর রোমাঞ্চ
পৃষ্ঠা – ৩৯৮

পাঠ প্রতিক্রিয়াটি লিখেছেনঃ Zahidul Islam Razu

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে