পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু থেকে দেখা কাঞ্চনজঙ্ঘা

0
পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু

বাড়ির পাশেই ভারত-নেপাল বর্ডারে ১২০০০ ফিট উপরে অবস্থিত এক টুকরো স্বর্গ সান্দাকফু
পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু
সান্দাকফু শৃঙ্গটি ৩৬৩৬ মিটার (১১৯৪১ ফুট উঁচু)। এটি পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ। দার্জিলিং এর সিঙ্গালিলা জাতীয় উদ্যানের ধারে পশ্চিমবঙ্গ-নেপাল সীমান্তের এই শৃঙ্গ সিঙ্গালিলা পাহাড়ের সবচেয়ে উঁচু বিন্দু। এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, লোৎসে এবং মাকালু পৃথিবীর এই পাঁচটি সবচেয়ে উঁচু শৃঙ্গের চারটিই সান্দাকফু থেকে দেখা যায়।

খুব সহজেই যেভাবে যেতে পারেন : ঢাকা টু চেংড়াবান্ধা বর্ডার বাসে, সেখান থেকে শিলিগুড়ি জীপে, শিলিগুড়ি টু মনোভাঞ্জন জীপে সেখান থেকে আবার জীপে সান্দাকফু।

লেখকঃ Asad Islam